এই সময়ে নারীর অবস্থান

অপর্ণা চৌধুরি
নারী, মুক্তগদ্য
Bengali
এই সময়ে নারীর অবস্থান

লিঙ্গ বৈষ্যমতা আমাদের সমাজের সাথে অতঃপ্রত ভাবে জড়িত, তা অর্থনৈতিক দিক থেকেই হোক আর সামাজিক কিংবা শিক্ষার দিক থেকেই হোক। আজকালকার এই যান্ত্রিক জীবনে সকলে নিজের নিজের পরিচয় গড়তে ব্যস্ত। কিন্তু আমরা দেখতে পাই সেখানে একজন মহিলা প্রতিনিয়ত কোনো না কোনো ব্যসবস্থার সাথে লড়ে যাচ্ছে, এখানে আমি সেইরকমই কিছু সমস্যার কথা তুলে ধরবার চেষ্টা করবো।

এখন আমরা সবাই নারীবাদি, কিন্তু আমরা কি সকলে তার প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হয়েছি। নারীবাদি মানে এই নয় যে পুরুষের থেকে এগিয়ে যাওয়া কিংবা পুরুষের সাথে এক রিলে দৌড়ে নামা। এই শব্দের মূল অর্থ হলো সর্বক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাওয়া এবং তার জন্য কোন প্রকার প্রশ্নের সম্মুখীন না হওয়া। ঠিক যেমন কোন বাবাকে জীজ্ঞাসা করা হয়না সে কেনো তার ছোট্ট সন্তান’কে রেখে কর্মক্ষেত্রে যাচ্ছে ঠিক তেমন একজন নারীরও সেই অধিকার আছে।

নারী জাতি যুগযুগ ধরে অবহেলিত এবং লাঞ্চিত রয়েছে।আজ এই শতাব্দীতে-এসে এই লাঞ্চনার কোন অবকাশ নেই, নারীরা আজ সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে অথচ তা সত্ত্বেও নারীরা কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

একজন নারীর একজন পুরুষের মতই সমান কর্মক্ষমতা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কম পারিশ্রমিক কাজ করতে হয়। একজন নারী তার নিজের ক্ষমতায় এগিয়ে গেলেও অনেক ক্ষেত্রে তার কাজের কোন প্রশংসা হয় না বরঞ্চ অনেকের ভ্রুকুটি শুনতে হয় ‘আরে তুমি তো মেয়ে, বস তোমার দিকে নজর দেবে নাতো কার দিকে দেখবে?’ অথচ সেই নারীটি ওই যায়গায় পৌছানোর জন্য দিন রাত্রীর এক করে মুখ বুঝে কঠিন পরিশ্রম করে গেছে।

আজকের দিনেও অনেক নারীকেই তার কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের যৌন হয়রানীর স্বীকার হতে হয়, বর্তমান সময় দাঁড়িয়ে অনেক নারীকে তার কাজকর্ম থামিয়ে দিতে হয় কেবল্মাত্র নিরপত্তার অভাবে সে নাইট সিফটে কাজ করতে পারে না বলে।একি অবস্থা শিক্ষার ক্ষেত্রেও বিশেষ করে বিজ্ঞান গবেষোণার ক্ষেতরে

একজন নারী হলো বিশ্বের গর্ভ, সেখান থেকেই আমাদের সবার সূচনা, তাই একজন নারী সর্বক্ষেত্রেই সম্মানীয়া। অথচ এখনো সেই স্থান তারা তাদের পরিবারে কিংবা কর্মক্ষত্রে অথবা এই সমাজে পায় না। যেদিন আমারা নারীদের সেই সম্মান দিতে পারবো সেদিন কেই নারী আন্দোলনের জয় আসবে আমাদের হাতে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ