একটা কচ্ছপের ভেতর

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
একটা কচ্ছপের ভেতর

বসে আছি অলৌকিক বিছানায়

বসে আছি অলৌকিক বিছানায়
শীত কুয়াশায় জমে যাচ্ছি

লকডাউন অমিক্রন
ধুধু জ্বর

কিনে আনছি দুঃখ দুঃখের ফুল ও ফসল

কিছুই করা হলোনা
কিছু রক্তসঞ্চালন
কিছু ব্যতিক্রমী ভোর

কয়েকলাইন ট্রেন
দুপুরের ঘুম লেগে আছে চোখে

আর ভোর ভোর কোথাও যেতে হবে
পরিবার পরিবার

দৌড় দিচ্ছি

 

একটা কচ্ছপের ভেতর

একটা কচ্ছপের ভেতর সমুদ্রের গুনগুন থাকে
লবণের স্বোয়াদ
গানের গুনগুন

ঝিনুকের ভেতর এতটা কষ্ট ছিলো
ফেরিওয়ালা আমাকে বলেনি

 

কফি

ডায়েরির মধ্যে কফির ব্যাবস্থা ছিলো
এত উষ্ণতা ভ্রমণ নিয়েছে
ভাইয়ের ব্লেজারে ভালোবাসা ছিলো

মায়ের আঁচলে ছিলো রোদের আঁচ

আমি শালা কিছুই বুঝিনি।।

 

অরণ্য অসভ্যতা

অরণ্যে বৃষ্টি পড়ছে। ঝর্ণার নিচে কয়েকটা সেল্ফি তোলা মানুষ

কুয়াশায় মিলিয়ে গেছে ভোর প্রাচুর্যের রোদ
মেয়েটি নিজেকে খুলে দিয়েছে আলোয়

ধরে নাও সে কোথাও ভ্রমণে যায়নি
অথবা বন অসভ্যতা উঠে এসেছে তার শরীরে।

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..