বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
বসে আছি অলৌকিক বিছানায়
বসে আছি অলৌকিক বিছানায়
শীত কুয়াশায় জমে যাচ্ছি
লকডাউন অমিক্রন
ধুধু জ্বর
কিনে আনছি দুঃখ দুঃখের ফুল ও ফসল
কিছুই করা হলোনা
কিছু রক্তসঞ্চালন
কিছু ব্যতিক্রমী ভোর
কয়েকলাইন ট্রেন
দুপুরের ঘুম লেগে আছে চোখে
আর ভোর ভোর কোথাও যেতে হবে
পরিবার পরিবার
দৌড় দিচ্ছি
একটা কচ্ছপের ভেতর
একটা কচ্ছপের ভেতর সমুদ্রের গুনগুন থাকে
লবণের স্বোয়াদ
গানের গুনগুন
ঝিনুকের ভেতর এতটা কষ্ট ছিলো
ফেরিওয়ালা আমাকে বলেনি
কফি
ডায়েরির মধ্যে কফির ব্যাবস্থা ছিলো
এত উষ্ণতা ভ্রমণ নিয়েছে
ভাইয়ের ব্লেজারে ভালোবাসা ছিলো
মায়ের আঁচলে ছিলো রোদের আঁচ
আমি শালা কিছুই বুঝিনি।।
অরণ্য অসভ্যতা
অরণ্যে বৃষ্টি পড়ছে। ঝর্ণার নিচে কয়েকটা সেল্ফি তোলা মানুষ
কুয়াশায় মিলিয়ে গেছে ভোর প্রাচুর্যের রোদ
মেয়েটি নিজেকে খুলে দিয়েছে আলোয়
ধরে নাও সে কোথাও ভ্রমণে যায়নি
অথবা বন অসভ্যতা উঠে এসেছে তার শরীরে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..