বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একটা পাগল চাই
যার মুখে সব সময় গ্যাজ গ্যাজ করবে গরম থুতু।
ঠোঁটের ডগায় লকলক করবে শালা শুওরের বাচ্চা মতো সহজ বাংলা,
দরকারে চার ছয় অক্ষর।
চরম বুদ্ধি দরকার নেই, সত্য দরকার।
ওর কোনো পছন্দের রঙ নেই,
নেই কোনো পছন্দের অস্ত্র।
রাস্তা নেই চেনা, খিদে নেই পেটে।
তার কোনো দিদি নেই, দাদা নেই, মামা নেই কাকা নেই, তিনকুলে কেউ নেই।
তাহলে?
শুধু সে সত্য দেখবে,
মুখের উপর বলে দেবে,” শালা শুওরের বাচ্চা এই করতে তোকে কাজ দিলাম!!! ”
বলেই ছিটিয়ে দেবে গরম থুতু।
ব্যাস!!!
তারপর সিকিউরিটির গুলি করে ঝাঁঝরা করে দেবে বুক।
অথবা পোলে বেঁধে পিটিয়ে মারবে।
আর আমি?
দূর থেকে আইসক্রিম খেতে খেতে দেখবো ঘটনাটা, ডিটেলে।
তারপর রাতে ফিরে কিঞ্চিৎ গলা ভিজিয়ে লিখব অমর কাব্য, তাড়াতাড়ি।
ভোরে আবার ফ্লাইট ধরতে হবে যে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..