দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
একটা পাগল চাই
যার মুখে সব সময় গ্যাজ গ্যাজ করবে গরম থুতু।
ঠোঁটের ডগায় লকলক করবে শালা শুওরের বাচ্চা মতো সহজ বাংলা,
দরকারে চার ছয় অক্ষর।
চরম বুদ্ধি দরকার নেই, সত্য দরকার।
ওর কোনো পছন্দের রঙ নেই,
নেই কোনো পছন্দের অস্ত্র।
রাস্তা নেই চেনা, খিদে নেই পেটে।
তার কোনো দিদি নেই, দাদা নেই, মামা নেই কাকা নেই, তিনকুলে কেউ নেই।
তাহলে?
শুধু সে সত্য দেখবে,
মুখের উপর বলে দেবে,” শালা শুওরের বাচ্চা এই করতে তোকে কাজ দিলাম!!! ”
বলেই ছিটিয়ে দেবে গরম থুতু।
ব্যাস!!!
তারপর সিকিউরিটির গুলি করে ঝাঁঝরা করে দেবে বুক।
অথবা পোলে বেঁধে পিটিয়ে মারবে।
আর আমি?
দূর থেকে আইসক্রিম খেতে খেতে দেখবো ঘটনাটা, ডিটেলে।
তারপর রাতে ফিরে কিঞ্চিৎ গলা ভিজিয়ে লিখব অমর কাব্য, তাড়াতাড়ি।
ভোরে আবার ফ্লাইট ধরতে হবে যে।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..