বিজয়
আমাদের অপরাধ ছিল
আমরা বর্ণমালার প্রেমে পড়েছিলাম
আর বাংলাদেশকে ভালোবেসেছিলাম
তাই, ওরা ধেয়ে এল
বুলেট আর বেয়নেট নিয়ে এবং
আমাদের রক্তাক্ত করলো
আসলে,
ওরা জানতো না, প্রেম ও ভালোবাসার প্রতিপক্ষ
বুলেট আর বেয়নেট নয়
তাই তো এ বিজয়, বাংলাদেশ ।
একটি বাংলাদেশ
রক্তসবুজ শুভেচ্ছা
সূর্যসবুজ ভালোবাসা
গডিয়ে আলো হাওয়াজুড়ে
ছায়ায় কায়ায় মায়া
তার পলির বুকে
আলপনা পাই আঁকা
নদীর বুকে নায়ের মাঝি
ভাটিয়ালি টানে
পাখির কানে ফুলের তানে
আনন্দ-গান আনে বানভাসি
শ্যামলী অই রূপালী অই
সোনালি আবেশ
বীরের বেশে এগিয়ে চলে
একটি বাংলাদেশ !
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
বাংলা ও বাঙালির চোখগুলো বেঁধে নিয়ে গেল
বাংলা ও বাঙালির হাতগুলো বেঁধে নিয়ে গেল
ওরা বাংলা ও বাঙালির দুচোখ উপড়ে ফেলল
ওরা বাংলা ও বাঙালির হৃদপিন্ড খুলে নিল
ওরা বাংলা ও বাঙালির ফুসফুস ফুটো করে দিল
ওরা বাংলা ও বাঙালির বুক ঝাঁঝরা করে দিল
ওরা তেঁতুলিয়া টেকনাফ বাংলার আপাদমস্তক
বুলেট ও বেয়নেটে দাবায়ে রাখতে চেয়েছিল
পুরো দেশটাকে বধ্যভূমি বানিয়ে ফেলতে চেয়েছিল
ওরা বাংলাকে নিষ্ফলা শূন্য-বাঙালি করতে চেয়েছিল
বাংলার হাট মাঠ বাট ঘাট অস্ত্রে চষে ফেলতে চেয়েছিল
বাংলার বাঙ্ময় নিসর্গের মুখ
মৌন মূক করে দিতে চেয়েছিল
আকাশ সাগর পর্বত ঢেকে দিতে চেয়েছিল খুনে
বাতাসের বুক স্তূপীকৃত করতে চেয়েছিল
লাশ আর লাশে
মুখ থুবড়ে পড়ে গেল
আত্মসমর্পণে বাধ্য হল
সেইসব উদ্যত আয়ুধগুলি
সেইসব উদ্ধত সঙিনগুলি
মুক্তি ও মৈত্রীর যুগল মারণাস্ত্রের
মুখোমুখি মন্ত্রে নতমুখী হল