প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভেবেছিলাম, একছুট্টে পার হবো
তেপান্তরের প্রকাণ্ড মাঠখানা, তোমার হাত ধরে।
রামধনু রং গায়ে মেখে।
ইচ্ছেঘুড়ি উড়বে যখন গমরাঙা আকাশে,
লাটাইটা দেবো আমি শুধুই তোমার হাতে।
তুমিই নাহয় ঠিক করবে,
জিতবে বাজি নাকি হবে ভোঁকাট্টা।
ছাদের কোণে একলা আমায় পেয়ে,
কেবল তোমার দুষ্টুমি আর ঠাট্টা।
চেয়েছিলাম দেখতে আমি,
সীমারেখার বাইরের পৃথিবীটাকে,
তোমার চোখ চোখ রেখে।
বলবে তুমি শুনবো আমি,
আঁকবো ছবি মনের কোণে স্বপ্নরাঙা বাঁকে।
তোমার জন্য ফিরেছি আবার
ধুলো জমে যাওয়া লেখার খাতায়,
স্মৃতির ভিড়ে হারিয়ে আমি
উঠেছি ভরে বসন্ত রাঙা আশায়।
মুখ ফেরালে অভিমানে,
বললে না তো কিছুই,
পথ চেয়ে দিন গুনছি আজও,
ফিরবে কখন, বলবে কথা, ধরবে এসে হাত।
গণ্ডী ভাঙার স্বপ্ন দেখিয়ে,
প্রিয় আমার, তুমিই যে গণ্ডী হলে আজ।
তোমার কাছে একটু সময় চাই।
সন্ধ্যা শেষে আঁধার অশথ তলে,
তৃষার বাড়ীর পাশের গলির বাঁকে,
আমি শুধুই একটু সময় চাই।
যখন ফেলে তোমার সব কাজ,
আসবে শুধুই আমার হয়ে তুমি।
মুঠোভরে কুড়িয়ে নেবো আমি,
একলা তোমায় যতটুকু পাই।
রাখতে চাই তোমার চোখে চোখ,
বলতে চাই তোমায় ভালোবাসি,
তাইতো আমার হৃদয় জুড়ে তুমি,
তাইতো আমি ভীষণভাবে বাঁচি।
তোমায় আমি ভিজিয়ে দিতে চাই,
আদুরে বুকে মিশে যেতে চাই,
অনেক দিনের কান্না জমা আছে,
শুধু কান্না দিয়েই ভরিয়ে দিতে চাই।
তোমার কাছে একটু সময় চাই।
একসাথে চলো অনেকটা পথ হাঁটি।
লাল মাটি আর মাদলের দেশে।
আগুন রোদ সইয়ে নেওয়া
দূরের সবুজ টিলাটা লক্ষ্য করে।
হাত ধরে এগিয়ে যাই চলো,
সুড়িমাখা পৃথিবীর বুক চিরে
বেঁকে যাওয়া রাস্তাটি ধরে।
হাঁটতে হাঁটতে দিনের শেষ অস্তরাগ
রাঙাবে আমাদের ক্লান্ত কপাল।
তবুও হাঁটবো দুজন।
জোনাকির ইশারায় আঁধারে চিনবো পথ।
হারানোর ভয় নেই কোনোমতেই,
এইভাবেই যদি থাকি একসাথে।
তোমার বুকের ওম জড়ানো আদুরে ভোর নয়,
অভিমানী বিষন্ন সন্ধ্যার সংখ্যাই বেশী।
ভালোবাসা চুঁইয়ে পড়া ক্যান্ডেল লাইট ডিনার নয়,
বোবা কান্না মেশা নিদ্রাহীন রাতের সংখ্যাই বেশী।
ভাবের থেকে আড়িই বেশী আমাদের,
মিলের থেকে বেশী অমিল।
যদি তুমি চলো ডাইনে,
তবে আমি নিশ্চিত বাঁয়ে।
তোমার পছন্দ অলস ভাতঘুম,
আর আমি, উড়োনচণ্ডীর ধূম।
ভারি বিটকেল তিতকুটে অম্লমধুর সম্পর্ক আমাদের।
দুজনের গলা সাধার বহরে,
মাঝরাতে ঘুম ভাঙে যেসব প্রতিবেশীর,
আহারে, সহ্যশক্তির শক্তির জন্য মুখে ফুল চন্দন পড়ুক তাদের।
এই ভাবেই অভ্যস্ত দিন মাস বছর।
কখনো মুখ ফিরিয়ে কখনো মুখোমুখি আদর।
জানি জানি এভাবেই থাকবে তুমি।
রঙিন বসন্তে না হোক,
শীতের রিক্ততায় তুমি থাকবেই।
ঝরঝর বাদলে না হোক,
চৈত্রের প্রখরতায় তুমি থাকবেই।
সুখের দিনে না হোক,
তুমি থাকবেই ঘাত প্রতিঘাতের অন্ধকার ভাঙাচোরা পথে।
নিভৃতে জ্বলা জাগপ্রদীপের মতো নীরব পাহারায়।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..