প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
রোহিনীর মতো জড়িয়ে রেখেছিল কিছু বোধ;
তারা আজ পরিত্যক্তা। সারি বেঁধে দাঁড়িয়ে আছে
পথের দু’ধারে। কোনো প্রতিবাদ নেই,
নেই অবরোধ; আছে শুধু অপূর্ণতার ক্লান্তি।
তবু আনমনে এগিয়ে এসেছি কতদূর–
যেন সমারোহ শেষে ধু ধু প্রান্তর,
বুকে যার অনিবার্য শূন্যতা।
মানচিত্র ক্ষয়ে ছোট হয়ে এসেছে পৃথিবী,
সালফারের ঝাঁঝাঁলো গন্ধে শ্বাসরুদ্ধ প্রায়, গন্তব্য অস্পষ্ট।
এবারে থেকে যাওয়ার পালা সংক্ষিপ্ত…
একাকীত্বের উষ্ণতায়।
যেমনটা ঠিক ভাবছ তুমি,
শ্রাবণ তোমার তেমনি কোথায়?
মেঘলা আকাশ বৃষ্টি তো নয়,
কেমন যেন আগুন ঝরায়।
জানলা জুড়ে লাগছে সে আঁচ,
জ্বলছে কিছু শুকনো আবেগ;
তোমার প্রেমও সমসাময়িক,
একটু না হয় থাকুক সে রেশ।
আবার কবে কোন লহমায়,
অতীত হবে এসব কথা;
তখন কোনো একলা রাতে,
এসব কথাই ভীষণ ব্যথা।
যেমনটা ঠিক ভাবছ তুমি,
আমিও যদি তেমনি ভাবি;
দেখবে কেমন পথ পেরিয়েও,
থাকবে কিছু নি:স্ব দাবী।
নামমাত্র সৌজন্যবোধ নিয়ে সমান্তরাল এই পথ চলা;
মাঝে মাঝে বিদ্যুৎ-এর রেখায় ঠিকরে যায় গতিপথ,
নৈঋতের মতো কেউ এগিয়ে আসে রক্তচক্ষু নিয়ে।
হোঁচট খাওয়া শক্ত পায়ের বৃদ্ধাঙ্গুল জানে…
আরো অনেকটা সহজ রাস্তা পার করলেই
বিপর্যয়ের বাঁক; যে বাঁকের জন্য এগিয়ে চলা
মসৃণ পথে।
শেষটুকু হোক দুর্যোগের; হয় নি:শেষ হবো
নয়তো বেঁচে উঠব এজন্মের মতো।
খুঁজে যাই নিজেকে অবিরত,
কুয়াশার জাল। দৃষ্টি আহত।
নিয়েই চলেছি সব; দিয়ে যাইনি।
জমে থাকা কত অভিলাষ,
শরীরে পড়েছে ধুলো; মনেই নিবাস।
তাদেরও ঠিকানা চাইনি।
কখনো হেরেছি বা জিতেছি। সঠিক।
ফিরেও দেখিনি, সে কোন দিক;
স্মারকও তো কিছু পাইনি।
শুধু এঁকেছি শব্দের হিজিবিজি,
যা কিছু লেখা, কবিতার মর্জি।
হয়তো সেভাবেও হারাইনি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..