এখন কেবল শূন্যতার কাছেই

জহির খান
কবিতা
Bengali
এখন কেবল শূন্যতার কাছেই

অতঃপর একদিন চলে যাই

একদিন খুব করে নড়ে ওঠে
সবুজ পাতার টুপি
ঝিরিঝিরি বৃষ্টি নামে
আমার শহর জুড়ে

একদিন খুব করে উড়ে যায়
নীল রঙের ঘুড়ি
ম্লানমুখে রোদ আসে
সমস্ত আকাশ জুড়ে

একদিন খুব করে প্রার্থনারত
শাদা রেশমের পাঞ্জাবি
সুগন্ধি গায়ে জড়িয়ে
পাড়ায় পাড়ায় প্রেম

অতঃপর
একদিন টুপ করে চলে যাই
মসজিদে, মন্দিরে, গির্জায়…

 

প্রেম আমার বহুকাল আগে

জলের সাথে মন দেয়া
মুখগুলো পিপাসায় কাতর
নিরবে যতনে গোপনে নেয়া
কষ্টের জামায় সুগন্ধী আতর

আমারও কিছু কষ্ট জাগে
উত্তর খুজে বেড়াই তোমার আকাশে
ফুলগুলো ঝরে যাবার ঠিক সময় আগে
কিছু কথার চিঠি উড়ে বাতাসে বাতাসে

কিছু জল জমে আছে পৃথিবীর চোখে
কিছু সময় চলে গেছে অন্ধকারের মুখে
জলের সাথে প্রেম জাগে
চোখে চোখ ছবি আঁকে

পত্রমিতালী লিখার ঠিক সময় আগে
তোমার সাথে প্রেম আমার বহুকাল আগে

জলের সাথে মন দেয়া
মুখগুলো পিপাসায় কাতর
নিরবে যতনে গোপনে নেয়া
কষ্টের জামায় সুগন্ধী আতর

 

এখন কেবল শূন্যতার কাছেই

হাওয়া হয়ে গেছে আমাদের প্রেম
আবোলতাবোল ভাবতে ভাবতেই
এখন কেবল শূন্যতার কাছেই
সম্পর্ক বিবর্তন এবং ঘনিষ্ঠতা

অথচ
শিঙ মাছের ঝোল মাখাতে মাখাতে
সম্পর্ক এভাবেই তৈরি হয়ে গেছে
কোন প্রচলিত মিথ ভেঙে হয়তো!

দূরে বা বহুদূরে সরে যেতে পারলে
হয়তোবা জন্ম নিবে নতুন সম্পর্ক
তবু সাধারণত কোন মানুষ ভুলতে চায়না
তার অতীত ঐতিহ্য সম্বলিত নানান সময়

এইসব জীবন যাপনের, কৌশল অবলম্বন
বহুকাল আগে বন্ধক রেখেছিলেন বলেই
পৃথিবীতে হাওয়া হয়ে গেছে আমাদের প্রেম

জহির খান। কবি। জন্ম ও বাস বাংলাদেশের ঢাকা।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..