ও পৃথিবী

নন্দিনী সেনগুপ্ত
কবিতা
Bengali
ও পৃথিবী

ও পৃথিবী

জানিনা কবে হাসতে ভুলে যাবো!
ভুলেই যাবো গানের সুর, কথা,
বিষাদলতা জড়ায় পাকে পাকে,
এক পৃথিবী ছড়ায় আকুলতা।

হয়তো ভালবাসতে ভুলে যাবো।
প্রণাম, স্নেহ, আদর যাবো ভুলে!
কেমন করে লিখবো যে কবিতা,
বিষাদ নামে আমার এ আঙুলে।

জানিনা কবে দেখতে ভুলে যাবো,
এই পৃথিবী, তোমার এতো রূপ!
অন্ধ হয়ে থাকার ভয়ে বুঝি,
একাকী ঘরে রয়েছি নিশ্চুপ।

জানিনা কবে স্থবির হয়ে যাবো,
বোধের ঘরে বন্ধ হবে খেলা,
প্রাণের ভয়ে, মৃত্যুভয়ে আজ,
নিজেকে বেঁধে রাখছি যে একেলা।

হাত বাড়িয়ে ছুঁতেই ভুলে গেছি,
এক পৃথিবী বৃষ্টি মেঘ সুখ,
কবে যে সব আড়াল সরে যাবে,
মুখোশে ঢাকা সভ্যতার মুখ!

সবকিছুই আগের মত হোক,
প্রার্থনারা যুদ্ধে জিতে যাক।
একা থাকার কষ্ট ভুলে গিয়ে,
সভ্যতায় আসুক নয়া বাঁক!

হাসতে ভুলে যাওয়ার ভয়ে আজ,
তুমুল গান গাই হঠাৎ যদি…
ভুল বুঝোনা, ও পৃথিবী তুমি,
তোমার কথা ভাবছি নিরবধি।

ও পৃথিবী, আবার হেসে ওঠো,
কামনা করি, মুছুক সব ক্ষত।
নতুন গতি চাকায় বেঁধে নিও,
সবকিছুই হোক আগের মত!

ও পৃথিবী, আবার গান গেও,
ভুলো না তুমি নানা সুরের ঝোঁক,
নতুন গানে মেলাবো আমি তান,
সবকিছুই আগের মত হোক।

ও পৃথিবী, আবার নেমো পথে,
আমিও যাবো তোমার পিছু পিছু,
নতুন কোনো মিছিল যদি হয়,
আগের মত হবেই সবকিছু।

ও পৃথিবী, আবার ডানা মেলো,
সবকিছু কি আগের মত হবে?
সভ্যতার বিষ সরিয়ে শেষে,
কখনো তুমি যাবে কি উৎসবে!

ও পৃথিবী, আবার দাঁড় বাও,
বিষাদ ঢেউয়ে সাগর হল নত,
নোঙর স্থাণু সকল বন্দরে-
সবকিছু কি হবে আগের মত?

ও পৃথিবী, কেঁদোনা তুমি আর,
বন্ধ হোক নিয়ত তাপশোক,
প্রকৃতি আজ পথ দেখাবে বুঝি,
সবকিছুই আগের মত হোক।

নন্দিনী সেনগুপ্ত। কবি ও ভূতাত্বিক। কবিতায় প্রকৃতি ও মানুষ মিলেমিশে যায়। তাঁর লেখা কবিতা গল্প, প্রবন্ধ ইত্যাদি নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় এবং ওয়েবম্যাগে। মৌলিক লেখা ছাড়াও ইংরেজি এবং জার্মান ভাষার লেখালেখি অনুবাদ করা তাঁর বিশেষ পছন্দের কাজ। এছাড়াও দূরদর্শনে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..