দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
কনুইয়ের ঘন কালো ত্বক অবিকল শীতের চাদর
যতটুক ঢাকা যায় মুখ বাদ দিয়ে ততটুকু ঢাকি
শুধু দেখি তোমার পৃথুলা দেহ শাদা ঔষধি শরীর
নিজকে বাদ দিয়ে এবার ফুরসত হল
চকমকি পাথরের দিকে তাকাবার
তুমি জেনে নাও আমার কোনো গোপন কথা ছিল না
সংকোচে গাভীন গরুর ওলানের বাট ছুঁয়েছি
দেখা হলে যে কথা লজ্জায় বলতে পারিনি
আজ বুঝে নাও পশমের চকিত পুলক দেখে
চারিদিকে মেঘ জমবে সব কিছু ভিজিয়ে বৃষ্টি নামবে অবিরল
গলি আর ল্যাম্পপোষ্ট ঘাস আর আকাশ একাকার হয়ে যাবে
এখন অবসর নেই আমার তোমাকে বাদ দিয়ে
অন্য কারো চুরমার চুলের দিকে তাকাবার।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..