বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
কনুইয়ের ঘন কালো ত্বক অবিকল শীতের চাদর
যতটুক ঢাকা যায় মুখ বাদ দিয়ে ততটুকু ঢাকি
শুধু দেখি তোমার পৃথুলা দেহ শাদা ঔষধি শরীর
নিজকে বাদ দিয়ে এবার ফুরসত হল
চকমকি পাথরের দিকে তাকাবার
তুমি জেনে নাও আমার কোনো গোপন কথা ছিল না
সংকোচে গাভীন গরুর ওলানের বাট ছুঁয়েছি
দেখা হলে যে কথা লজ্জায় বলতে পারিনি
আজ বুঝে নাও পশমের চকিত পুলক দেখে
চারিদিকে মেঘ জমবে সব কিছু ভিজিয়ে বৃষ্টি নামবে অবিরল
গলি আর ল্যাম্পপোষ্ট ঘাস আর আকাশ একাকার হয়ে যাবে
এখন অবসর নেই আমার তোমাকে বাদ দিয়ে
অন্য কারো চুরমার চুলের দিকে তাকাবার।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..