প্রেমিক
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
কনুইয়ের ঘন কালো ত্বক অবিকল শীতের চাদর
যতটুক ঢাকা যায় মুখ বাদ দিয়ে ততটুকু ঢাকি
শুধু দেখি তোমার পৃথুলা দেহ শাদা ঔষধি শরীর
নিজকে বাদ দিয়ে এবার ফুরসত হল
চকমকি পাথরের দিকে তাকাবার
তুমি জেনে নাও আমার কোনো গোপন কথা ছিল না
সংকোচে গাভীন গরুর ওলানের বাট ছুঁয়েছি
দেখা হলে যে কথা লজ্জায় বলতে পারিনি
আজ বুঝে নাও পশমের চকিত পুলক দেখে
চারিদিকে মেঘ জমবে সব কিছু ভিজিয়ে বৃষ্টি নামবে অবিরল
গলি আর ল্যাম্পপোষ্ট ঘাস আর আকাশ একাকার হয়ে যাবে
এখন অবসর নেই আমার তোমাকে বাদ দিয়ে
অন্য কারো চুরমার চুলের দিকে তাকাবার।
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
স্মৃতি চাঁদের আজ দুঃখ পাবার কিছু নেই ! সবুজ পৃথিবীতে আজকের এই বিকেলে আকাশে উড়ে…..
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..