কবিতার জন্য

চৈতালী মুখার্জী
কবিতা
Bengali
 কবিতার জন্য

সিনা -চাখ

সিনা- চাখ এয়  ফরিস্তে সিনা চাখ |

পয়গম্বর না তো ইনসান বানা সিনা – চাখ |

বনি আদম আদমখোর আজ ,

সিনা -চাখ |

সিনা -চাখ এয় ফরিস্তে সিনা- চাখ |

শয়তান দিল বদল কর ,বদল কর |

এয় ফরিস্তে সিনা-চাখ |

সুখ দুখ কর এক সমান |

সব দাগ কর বেদাগ ,

ক্ষমা সাগর গড়  |

প্রেম প্রীতি ভালোবাসা দে |

ফকিরনা আন্দাজ দে ,

আলোর নজর |

সিনা – চাখ এয় ফরিস্তে সিনা চাখ |

 

 কবিতার জন্য

একটা কবিতার জন্য জেগে থাকি অগুনতি  রাত

পার হই ক্যাকটাস পথ ,

রক্তাক্ত করি ,ক্ষত বিক্ষত নিজেকে

প্রসব বেদনায় ছটফট , যতক্ষণ না জন্ম হয় একটা কবিতার |

তারপর সৃষ্টি সুখের উল্লাসে মুছে ফেলি রক্তের দাগ |

কষ্টের চরম মুহূর্ত,  ভুলে যাই কবিতাকে আঁকড়ে |

বেঁচে থাকি |

আবার গর্ভবতী হবো  আশায়  লালন করি যত্নে আমার কবিতা গুলো |

আবার চলি ক্যাকটাস পথের সন্ধানে রক্তাক্ত হতে |

আবার ভালোবাসা খুঁজি ,

প্রকারন্তরে খুঁজি কবিতা |

 

 তবু

বারবার এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে

পিছিয়ে গিয়েছি অনেকখানি |

অচেনা লেগেছে সহযাত্রীদের মুখ |

হয়তো বা অসাবধানে খুলে গেছে মুখোশ |

অবাক হয়ে ভেবেছি !

কোথায় এলাম !কে এরা ?

অচেনার পাহাড়ে কালো ,কালো মুখ ধোঁয়াশায় ঢাকা |

ভাবতে ,ভাবতে ,চেনার চেষ্টায় পিছিয়ে পড়েছি  অনেকখানি পথ |

সম্বিৎ ফিরেছে একার সাথে একা পথে |

পথ চলা আবার | আবারও সহযাত্রী কিছু একে একে এক্কা ,দোক্কা |

আবারও বিশ্বাস ,আবারও বিশ্বাস ভঙ্গুরতায় থমকে ,থেমে যাওয়া |

কিছু স্মৃতি ,কিছু তিক্ত পথের ভালোবাসা |

আবার একরাশ অন্ধকার |

 দূরে ,বহুদূরে পর্বত চুড়োয় অরুনোদয় ছুঁতে ছুঁতে হয়তো ফুরোবে সকাল |

তবু আশায় আশায় পথ চলা প্রতিটি অন্ধকার রাতে |

একরাশ কালো অস্পষ্ট মুখ আর মুখোশের সাথে |

বারবার ভেঙে যায় বিশ্বাস ,ভাঙে ভালোবাসা তবু ———

চৈতালী মুখোপাধ্যায় (কণা )। কবি, বাচিক ও সংগীতশিল্পী। জন্ম ৩০ শে আগস্ট ১৯৬৬ ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতা। বর্তমান নিবাস মহারাষ্ট্রের নাগপুর। প্রকাশিত বই: 'সুবেদিতা' (কাব্যগ্রন্থ, ২০১৯)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ