প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অগ্নিকাণ্ড
আমার চৌহদ্দিতে ধ্বংসস্তুপের ভীড়
পুনর্বার নুয়ে পড়া অতীতের তীর
জীবনের মাঝপথে রেখে যায়
সম্পর্কের টান,স্মৃতির ছাই-
ক্রমাগত পোড়ায়- মায়াবী প্রত্যাশায়!
দীর্ঘসূত্রী স্বেচ্ছাদহনের শক্রতায়
নানা রঙয়ের দিনগুলো উছলায়
হঠাতই কেউ কেউ ফিরে আসে
নশ্বর অগ্নিকাণ্ডের মুগ্ধ বিশ্বাসে
কবুতর
নিয়ন্ত্রিত আকাশের ভেতর
অর্থহীন উড়ে বেড়ায় বিভ্রান্ত কবুতর
মেঘের ভেতর লুকিয়েছে বোধের ডানা
নিয়তি অতিক্রমে অশরীরির মানা
কঙ্কালের মতো আজীবন দৃষ্টিহীন
গন্তব্যের পিপাসা দূরত্বে বিলীন-
নিয়ন্ত্রিত নীলিমার দুঃখচেরা কবুতর
অশান্ত হাওয়ায় উড়িয়েছে
ইচ্ছের পলকা ঘর
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..