প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
তোর সাথে মন ঝগড়াঝাঁটি,
খুনসুটি আর দাঁতকপাটি,
মারকাটারি ঘুঁসোঘুসি,
ভালোবাসা আর মিঠে হাসি,
ইচ্ছে খুশির বন্ধু তুই বেশ।
ইকির মিকির খেলনাবাটি,
ঢেই কুচ কুচ আর কবাডি,
আমস্বত্ত্ব আর আচার চুরি,
আল পেরিয়ে চাঁদের বাড়ি,
রামধনু রঙ বান্ধবী তুই বেশ।
তোর সাথে মন আগল ছাড়া,
উথাল পাতাল কিশোরী বেলা,
আড়ি ভাবের দুষ্টু হাসি,
জড়ানো মায়ায় ভালোবাসি,
মন হারানো বন্ধু তুই বেশ।
নিঝুম বাঁকে হারিয়ে যাওয়া,
আদর মেশা দখিন হাওয়া,
শালুক ভরা দিঘির জলে,
ভিজে আঁচল টুকরো পাওয়া,
স্বপ্ননীল বান্ধবী তুই বেশ।
এমনি করেই থাকিস পাশে,
রামধনু আর নীল আকাশে,
দুপুর ছাদে একলা রাতে,
ইকির মিকির ভালোবাসাতে,
মন ছুঁয়ে থাক বন্ধুত্বের রেশ।
শ্বেতা সরকার
আসবে নাকি আমার সাথে?
ভিজবে নাকি বৃষ্টি বেলায়,
হাওয়ার দোলা লাগিয়ে পালে,
ভাসবে নাকি উজান স্রোতে?
চলো আজ নিষেধ ভুলি,
ভুলি শতেক নিয়ম লিপি,
অভ্যস্ত যাপন ভুলে,
নকসী কাঁথায় নকসা তুলি।
তুমি ভয় পেতেই পারো,
চোখ রাঙানো পাহারা কত,
আমি কিন্তু মানবো না ভয়,
বৃষ্টি ধারায় ভিজবো আরো।
তখন তোমার মিষ্টি ডাকে
সাড়া দিতে বয়েই গেছে,
আমি তখন উড়ো পাখি,
পারবে না তো বাঁধতে তাকে।
আমার সাথে ভিজতে হলে,
উড়ান বাঁধো মুক্ত ডানায়,
আকাশটাকে মুঠোয় ভরে
খাঁচার পোষাক ফেলো খুলে।
শ্বেতা সরকার
প্রিয় কবি,
শুধু কবিতার জন্য ক্ষণিক জন্ম আমার।
শুধুই কবিতার জন্য কবি?
কবিতার জন্যই কি ভরে উঠেছিলাম আমি?
দিয়েছো অফুরন্ত আদর স্পর্শ তোমার লেখনীর,
প্রথম শীতের ছোঁয়ায় ঢলঢল
আদুরে মরসুমি ফুলের মতো।
স্পর্শ মেখেছি আমি,
কপালে ঠোঁটে চিবুকে,
তোমার লেখনীর বেহিসেবী দুরন্ত স্পর্শ
মেখেছি আমার সমস্ত শরীর জুড়ে।
ধরা দিয়েছি তোমার কাঙ্খিত মোহময়ী হয়ে।
শুধুই কি কাঙ্খিত কবি?
শুধুই কি কামনার?
হ্যাঁ, শুধু তাই কবি।
তাইতো এভাবে ভুলে থাকো আমায়।
তাইতো পাইনা তোমার লেখনীর ছোঁয়া।
পুনর্জন্ম হয়না আমার।
তাই শুধুই ভুলে যাওয়া পুরোনো কবিতা আমি আজ
ইতি, তোমার কল্পনা
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..