স্মৃতির আঙিনায়
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
হেসে উড়িয়ে দিই
মাঝেমধ্যে মনে হয় জীবন টা হেসে উড়িয়ে দিই
এটুকুই তো জীবন!
জীবন থাকবে
জীবনের গোল থাকবে
থাকবে তিনকাঠি
এবং সমালোচক
আমার বউ বলে
“মৃত্যুর পরে কেন সবাই ভালোমানুষ হয়ে যায়?”
ট্রেনে করে
ট্রেনে করে দুজনে চলে যেতে চাই
একবোতল পানি বা জল নেব
ধর্ম নেবনা
ধর্মবড় কাঁটা
ফাহিমকে নেব
মীর কে নেব
নওশিনকে নেব
আর আমাদের যদি ফুটফুটে একটা ছেলে বা মেয়ে হয়
তাকে নেব
ট্রেনে চলতে
চলতে
আমরা তাদের শেখাব
ভালোবাসাই শেষ কথা
শস্যপালনই শেষ কথা
বেঁচে থাকার জন্য
একবোতল জলের মতো
ভালোবাসাও খুব জরুরি।
কাঁটাতার পেরিয়ে
ধূম উঠছে
সিগারেট জ্বালিয়ে ভবিষ্যৎ দেখে নিল কেউ
চে গেভেরাও ধূম জ্বালাতেন
বেদম ধূম ধূম
নীল আকাশে ওড়ার স্বপ্ন আমার বহুদিনের
ধূমপান করে কেউ স্বপ্ন বানাতে চাইলে আমার খুব রাগ ওঠে
একদিন পাখি হয়ে কাঁটাতার পেরিয়ে যেতে চাই।
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা
ওষুধ খেতে ভুলে যাই
ভুলো মন আমার
ভুলো কুকুরের নাম
আমিও মন মেজাজে কুকুর
ইশ্বর আমাকে কুকুরের মতো করে বানিয়েছে
সবসময়ই লেজ নাড়াই
ভালোবাসি
খিদে পেলে কুই কুই কুই করে উঁঠি
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা।।
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
দেখা হলে হবে দেখা হলে হবে নাহলে কি মনখারাপ হবে? আগের মতো? অপেক্ষাও মেঘ হত…..
পাষাণের প্রেম বিকট নিঃশব্দে নিপুণ সীমানা প্রাচীর তুলেছ বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনা গতিরোধ করো…..
মানা চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি নির্জনতায় ব্যাপ্ত করিডোর ছাদ জানত সঠিক পরিমিতি রাত জানত কখন…..