প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
হেসে উড়িয়ে দিই
মাঝেমধ্যে মনে হয় জীবন টা হেসে উড়িয়ে দিই
এটুকুই তো জীবন!
জীবন থাকবে
জীবনের গোল থাকবে
থাকবে তিনকাঠি
এবং সমালোচক
আমার বউ বলে
“মৃত্যুর পরে কেন সবাই ভালোমানুষ হয়ে যায়?”
ট্রেনে করে
ট্রেনে করে দুজনে চলে যেতে চাই
একবোতল পানি বা জল নেব
ধর্ম নেবনা
ধর্মবড় কাঁটা
ফাহিমকে নেব
মীর কে নেব
নওশিনকে নেব
আর আমাদের যদি ফুটফুটে একটা ছেলে বা মেয়ে হয়
তাকে নেব
ট্রেনে চলতে
চলতে
আমরা তাদের শেখাব
ভালোবাসাই শেষ কথা
শস্যপালনই শেষ কথা
বেঁচে থাকার জন্য
একবোতল জলের মতো
ভালোবাসাও খুব জরুরি।
কাঁটাতার পেরিয়ে
ধূম উঠছে
সিগারেট জ্বালিয়ে ভবিষ্যৎ দেখে নিল কেউ
চে গেভেরাও ধূম জ্বালাতেন
বেদম ধূম ধূম
নীল আকাশে ওড়ার স্বপ্ন আমার বহুদিনের
ধূমপান করে কেউ স্বপ্ন বানাতে চাইলে আমার খুব রাগ ওঠে
একদিন পাখি হয়ে কাঁটাতার পেরিয়ে যেতে চাই।
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা
ওষুধ খেতে ভুলে যাই
ভুলো মন আমার
ভুলো কুকুরের নাম
আমিও মন মেজাজে কুকুর
ইশ্বর আমাকে কুকুরের মতো করে বানিয়েছে
সবসময়ই লেজ নাড়াই
ভালোবাসি
খিদে পেলে কুই কুই কুই করে উঁঠি
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা।।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..