শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
হেসে উড়িয়ে দিই
মাঝেমধ্যে মনে হয় জীবন টা হেসে উড়িয়ে দিই
এটুকুই তো জীবন!
জীবন থাকবে
জীবনের গোল থাকবে
থাকবে তিনকাঠি
এবং সমালোচক
আমার বউ বলে
“মৃত্যুর পরে কেন সবাই ভালোমানুষ হয়ে যায়?”
ট্রেনে করে
ট্রেনে করে দুজনে চলে যেতে চাই
একবোতল পানি বা জল নেব
ধর্ম নেবনা
ধর্মবড় কাঁটা
ফাহিমকে নেব
মীর কে নেব
নওশিনকে নেব
আর আমাদের যদি ফুটফুটে একটা ছেলে বা মেয়ে হয়
তাকে নেব
ট্রেনে চলতে
চলতে
আমরা তাদের শেখাব
ভালোবাসাই শেষ কথা
শস্যপালনই শেষ কথা
বেঁচে থাকার জন্য
একবোতল জলের মতো
ভালোবাসাও খুব জরুরি।
কাঁটাতার পেরিয়ে
ধূম উঠছে
সিগারেট জ্বালিয়ে ভবিষ্যৎ দেখে নিল কেউ
চে গেভেরাও ধূম জ্বালাতেন
বেদম ধূম ধূম
নীল আকাশে ওড়ার স্বপ্ন আমার বহুদিনের
ধূমপান করে কেউ স্বপ্ন বানাতে চাইলে আমার খুব রাগ ওঠে
একদিন পাখি হয়ে কাঁটাতার পেরিয়ে যেতে চাই।
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা
ওষুধ খেতে ভুলে যাই
ভুলো মন আমার
ভুলো কুকুরের নাম
আমিও মন মেজাজে কুকুর
ইশ্বর আমাকে কুকুরের মতো করে বানিয়েছে
সবসময়ই লেজ নাড়াই
ভালোবাসি
খিদে পেলে কুই কুই কুই করে উঁঠি
অসুখের বাইরে কোথাও যেতে পারিনা।।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..