শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
চিত্রকর
একটা নদী এবং সে
নদীটাকে ভালোবেসে
দাঁড়ালো জলের কাছে
আঁকিনি এমন দৃশ্য
নিজে এক অবিমৃশ্য
ভালোবেসে ফেলি পাছে
কাঁটা
ছোট্ট একটা কাঁটা জুড়ে থাকে
কাঁটা ভেবে একটা জীবন তোমায় মনে রাখে
তবুও ভালো রাখে তো কেউ মনে
আঙুল গুনে দেখো, এমন মানুষ পাবে কয়জনে
অভিমান
নামে-বেনামে লিখি, উড়াই ছড়াই কাব্যের শান
পাতা, পথে-বিপথে উড়া স্বপ্ন, বিক্ষোভ অভিমান
২
চেয়েছি পেতেই হবে, মানে নেই কোনো
জানো তো, কখনো প্রয়োজন অভিমানও
মৌসুমি
গেঁথে গেলে হয়ে ওঠো মাছ
কিংবা বড়শি হয়ে ওঠে তুমি,
বর্ষা এলে বেড়ে উঠো গাছ
মোটকথা তুমি বড় মৌসুমি।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..