আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
চিত্রকর
একটা নদী এবং সে
নদীটাকে ভালোবেসে
দাঁড়ালো জলের কাছে
আঁকিনি এমন দৃশ্য
নিজে এক অবিমৃশ্য
ভালোবেসে ফেলি পাছে
কাঁটা
ছোট্ট একটা কাঁটা জুড়ে থাকে
কাঁটা ভেবে একটা জীবন তোমায় মনে রাখে
তবুও ভালো রাখে তো কেউ মনে
আঙুল গুনে দেখো, এমন মানুষ পাবে কয়জনে
অভিমান
নামে-বেনামে লিখি, উড়াই ছড়াই কাব্যের শান
পাতা, পথে-বিপথে উড়া স্বপ্ন, বিক্ষোভ অভিমান
২
চেয়েছি পেতেই হবে, মানে নেই কোনো
জানো তো, কখনো প্রয়োজন অভিমানও
মৌসুমি
গেঁথে গেলে হয়ে ওঠো মাছ
কিংবা বড়শি হয়ে ওঠে তুমি,
বর্ষা এলে বেড়ে উঠো গাছ
মোটকথা তুমি বড় মৌসুমি।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..