কাঁটা

কাকন রেজা
কবিতা
Bengali
কাঁটা

চিত্রকর

একটা নদী এবং সে
নদীটাকে ভালোবেসে
দাঁড়ালো জলের কাছে

আঁকিনি এমন দৃশ্য
নিজে এক অবিমৃশ্য
ভালোবেসে ফেলি পাছে

কাঁটা

ছোট্ট একটা কাঁটা জুড়ে থাকে
কাঁটা ভেবে একটা জীবন তোমায় মনে রাখে

তবুও ভালো রাখে তো কেউ মনে
আঙুল গুনে দেখো, এমন মানুষ পাবে কয়জনে

অভিমান

নামে-বেনামে লিখি, উড়াই ছড়াই কাব্যের শান
পাতা, পথে-বিপথে উড়া স্বপ্ন, বিক্ষোভ অভিমান


চেয়েছি পেতেই হবে, মানে নেই কোনো
জানো তো, কখনো প্রয়োজন অভিমানও

মৌসুমি

গেঁথে গেলে হয়ে ওঠো মাছ
কিংবা বড়শি হয়ে ওঠে তুমি,
বর্ষা এলে বেড়ে উঠো গাছ
মোটকথা তুমি বড় মৌসুমি।

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..