প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ডেকে যায় দিন, পথ বলে আয়
দেখা হবে তার সাথে দারুণ সন্ধ্যায়
মানুষের কথা বলতে, অমানুষ হয়ে উঠো তুমি
দেবতা মানুষ নয় জানি, তবু তার পদচুমি…
চলো তোমাকে বুঝে ফেলি, কতটা দূর যেতে পারো
দেখো পায়ে পায়ে চলে গেছি একা আমি, বেশি তারো…
চলো যাই, সময় কাটুক পুরাতন কফি কাপে
হারাই, যেভাবে হারায় ছায়ারা শরীরের মাপে
মাঝেমধ্যে ঘুড়ি হয়ে যাই, মেঘ আকাশের নীলে,
আকাশ বন্দি আজ, চাই মুক্তি ঘুড়িদের মিছিলে।
শব্দগুলো মুঠিবদ্ধ হয়, মুঠি উঠে আসে হাতে
হাত মিশে মিছিলের স্রোতে, প্রতিবাদে প্রতিঘাতে।
আকাশ বন্ধ তো আজ
মন পবনের নাও,
কীভাবে উড়বে আবার
মন্ত্র সেই বলে যাও।
দুই
তোমাদের ওড়া শেষ হলো
আকাশ হয়েছে বন্ধ,
সন্ধ্যার আগে ঘরেতে ফিরো
পথে নামে কাটাস্কন্ধ।
তিন
ঘুড়িদের ওড়া বন্ধ হলো
মেঘেদের হবে কবে?
জবর দখল হয়েছে আকাশ
মাটিটাও বুঝি হবে!
চলো তো দেখি, ভেসে যায় কে সমুদ্রের টানে
সে কি জানে
ভাসান দেখতে গিয়ে গিয়েছি বিসর্জনে নিজে
সারাক্ষণ ভিজে
উঠে চোখ
সারাক্ষণ ভাসে ভাসানের শোক…
গহীনের থেকে ডাক আসে, কার ডাক
শহর জুড়ে থাকা শহুরে কাক…
সাত সকালে কে আর ডাকে
কাকের শহর, কাকেরাই মনে রাখে।
আমি কেউ নই, সমুখের দৃশ্য বলে যায়
কৃষ্ণচূড়ার যে সারি পথের সাথে হারায়,
আমিও হারাই, পথের সাথে পথের ধুলো
বাউন্ডেলে পথিক নেই যার চাল ও চুলো;
কিংবা ধুলোরও অধিক ধুলো হতে পারি
মানুষ নই পথের কৃষ্ণচূড়া… সারি সারি।
আমার স্টিয়ারিংয়ে হাত, পাশের রিকশা ওড়ায় তাকে
সে ভুলে গেলেও দৃশ্যটা স্থায়ী, স্মৃতিতে ঠিক ধরে রাখে।
প্রতিদিন মোড়ে গাড়িটা আমার ভুলো মনে চলে আসে
প্রতিদিন স্মৃতিটা রিকশার খোঁজে প্রেস ক্লাব ভালোবাসে।
আমিতো শহরে নেই কিংবা বাড়িতেও
খোঁজ নাও সব হাঁড়িতেও,
কেউ জানাবে না খোঁজ, নিজেরা জানে না বলে
এড়িয়ে যাবে ভীষণ কৌশলে।
দেখো আমি নেই, কবিতায়
হয়তো ছবিটায়
নেই,
দেখো তো ভাবতেই
গায়ে কাঁটা দেয় কিনা?
আমিহীনা
কেমন থাকো তুমি আর তারা
দেখো তো কতটা দিশেহারা
আমি নেই ভাবতেই!
আছি বাড়িতেই,
এখানো সময় আছে
এসো কাছে,
খুলে সব শৃঙ্খলিত কাল
চলো জ্বালি সম্পর্কের দারুণ মশাল।
জ্বালবে আলো
চলো সবাইকে জানাই, আমরা আছি ভালো…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..