প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
শত্রু
জেঁকে বসা শীতের মতন, খুলিতে কামড়
যেতে বলি যত, উড়ো-মাছির দাঁত কড়মড়
মধ্যে শত্রু পুষি, মাছিটা নিজের, পোষা
কুরে-কুরে খায় তালশাঁস, আমি ছাপোষা
সমর্পণসূত্র
স্পর্ধার ডানা ক্রমশ ছুঁয়ে দেয় আগুনের মুখ
অতঃপর পুড়ে যায়
ফিনিক্স নয়, পরের জন্ম, তাও অলৌকিক
আগুন শুধুই পোড়ায়, স্পর্ধা জলজ নয়
নেভাতে লাগে সরল সমর্পণ
অদেখা
কিছুই লিখি না এপিটাফে
তাকে লিখি, শব্দগুচ্ছ অনুতাপে
মাছেদের চোখের মতন ম্লান সব লেখা
শব্দ নয় চিত্র বলতে পারো, যা রয়ে যায় অদেখা
পথের সন্ধানে
হাছন রাজা শুনি, কে গায় জানি না তাহারে
চিনি হাছন রাজা, আহারে
বাউলা কে বানাইলো রে, কোন সে জন
আমি জানি না, জানে না স্বয়ং হাছন
শুধু পথ খুঁজি, পথের সন্ধানে, ঘোর
কবে পাবো দেখা, সুবেহ সাদেক, ভোর
হাছন রাজা শুনি, বাউলা কে বানাইলো রে
হাছন সে পায়নি, আমিও পাই না তাহারে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..