প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সান্ধ্যমন্ত্র এবং অন্যান্য
প্রতিদিন বলি, সান্ধ্যমন্ত্রের মতন, তার ধর্মে অন্ধ আমি
ঘর নেই তবু উপাধি ঘরামি;
পাথর পূজো চায়, প্রতিমা খোদ
নীরবতা অঞ্জলির বিপরীতে শান্ত প্রতিশোধ!
২
আলো চাই রৌদ্রদগ্ধ অন্ধ এক
পরিচিত ভোর, সুপ্রিয় আকাশের নীল সাবেক;
তবু অন্ধকার ধরে রাখে কনিষ্ঠ আঙুল
যেখানে রয়েছে জমা সব আলোদের ভুল।
৩
তোমাকে দান করি, অদেয় কিছু নেই বলে
জানি, না দিলেও নেবে সব ফিরিয়ে দেবার ছলে;
তারচেয়ে দিয়ে দিই অপবাদ ঘুচুক
যক্ষের ধন দেখে নিক কিছু আলোর মুখ।
উৎসর্গ তোমাকে
ভালো হতো যদি উড়ে যেতে, উড়ো ছাই
স্মৃতি-ভস্ম অসম্ভব আকাশে উড়াই…
ভালো হতো যদি ভেসে যেতে, দুঃখ নদী
অশান্ত জলেরা নারী ভাসে নিরবধি…
ভালো হতো যদি নিভে যেতে, নীল আলো
নির্বাণে সে পরাবাস্তব আঁধার ভালো…
দ্বিত্ব
রত্নাকর এক, করেছি লুঠ জানি সমূহ সব
অথচ দেখো, লুণ্ঠিত করে আনন্দ উৎসব…
২
বাল্মীকি হবার পর, প্রত্যাখ্যানে ফেরালো সে মুখ
তবে কি অফুরান ভাণ্ডার, লুটিয়ে দিতে উন্মুখ…
থিয়েটার
নিখিল কোথায় গেলি, মুখোশ গিয়েছে গলে
বেরিয়ে পড়েছে মুখ;
নিখিল কোথায় গেলি, মেকাপ বক্স কোথায়
মঞ্চ, দর্শক উৎসুক।
নিখিল কোথায় গেলি, মুখোশ বড় দরকার
মানুষ আড়ালে থাক;
নিখিল কোথায় গেলি, তাড়াতাড়ি নিয়ে আয়
হিংস্র মুখ ঢেকে রাখ।
মন খারাপের চা
মন খারাপের চা, যে চায়েতে মন
উষ্ণতা যে চাই, আমার আজীবন
টেবিল যাকে ধরে, ঠাণ্ডা হওয়া কাপ
শীতল হৃদয় ছেনে, করুণ অনুতাপ
মনটা খারাপ হলে, তোমার তাতে কি
গল্প দারুণ জমায় পান্তা-ভাতে ঘি
মন খারাপের চা, যে চায়েতে মন
কাপটা রাখা টেবিল, ঠাণ্ডা আজীবন
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..