আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
ফেরার স্লোগান
আকাশ আশ্রয়
দীপ্র অভিমান জ্বলে, অন্ধকার জুড়ে তারা আকাশময়
ছাদকে গৃহস্থ মানিনি কখনো, আকাশ হয়েছে আশ্রয়।
২
গৃহস্থালির কথা থাক, চার দেয়ালে গ্রন্থিত গল্পের আলাপ
আকাশের কথা বলি, লিখে রাখি বাতাসের উর্বশী সংলাপ।
৩
আকাশ হবে, তারাদের সাথে হোক গৃহস্থ আজীবন জুড়ে
ছাদকে মানে না ঘর, আকাশের আশ্রয় চায় এই ভবঘুরে।
সাত দ্বিপদী
তোমাকে পড়ে মনে হলো আবার
আমার কবিতা ব্যর্থ হয়েছে সহস্রবার
২
তুমি খুলে ফেলো ব্রার হুক
ভয় নেই আমি সেই যে চালায় চাবুক
৩
অন্তর্বাস খুলে দেখো, এখনো রয়েছে রেশ
হাজার বছর আগে দেখা হয়েছিলো সর্বশেষ
৪
বিলম্বিত অর্গাজম রুখে দিলো সূর্যস্নান
কী আজব, স্খলন শেষেও ভালোবাসা অম্লান
৫
কে বললো সহজেই খুলে যায় পাজামার গিঁট
জানো না, পুরানো দেয়ালেও কামড়ে থাকে ইট
৬
প্রহরী হারিয়েছে সে দরোজা খোলার চাবি
অন্তর্বাস খুলে তুমি ভাবছো হাবিজাবি
৭
চুরি গেছে কবেই জানালা খোদ
অযথা কপাট খুলে খোঁজো যাযাবর রোদ
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..