কাকন রেজা’র কবিতা

কাকন রেজা
কবিতা
Bengali
কাকন রেজা’র কবিতা

ফেরার স্লোগান 

ফেরার হয়েছে স্লোগান, বিপ্লবী গেছে জেলে
পথটা হাতড়ে দেখি চিহ্ন যদি কিছু মেলে।
বিশ্বাস করেছিলো ভূমি, আশ্রয় দিয়েছিলো সাপে
দঃশন জ্বালা সয়, আর কাঁদে সন্তাপে।
পানসিটা ছিলো ফুটো, চোখ দেখেনি জল
ডুবে যাবার আগে চেয়েছিলো ক্ষমা সঙ্গত করতল।

আকাশ আশ্রয় 

দীপ্র অভিমান জ্বলে, অন্ধকার জুড়ে তারা আকাশময়
ছাদকে গৃহস্থ মানিনি কখনো, আকাশ হয়েছে আশ্রয়।

গৃহস্থালির কথা থাক, চার দেয়ালে গ্রন্থিত গল্পের আলাপ
আকাশের কথা বলি, লিখে রাখি বাতাসের উর্বশী সংলাপ।

আকাশ হবে, তারাদের সাথে হোক গৃহস্থ আজীবন জুড়ে
ছাদকে মানে না ঘর, আকাশের আশ্রয় চায় এই ভবঘুরে।

 

সাত দ্বিপদী

তোমাকে পড়ে মনে হলো আবার
আমার কবিতা ব্যর্থ হয়েছে সহস্রবার

তুমি খুলে ফেলো ব্রার হুক
ভয় নেই আমি সেই যে চালায় চাবুক

অন্তর্বাস খুলে দেখো, এখনো রয়েছে রেশ
হাজার বছর আগে দেখা হয়েছিলো সর্বশেষ

বিলম্বিত অর্গাজম রুখে দিলো সূর্যস্নান
কী আজব, স্খলন শেষেও ভালোবাসা অম্লান

কে বললো সহজেই খুলে যায় পাজামার গিঁট
জানো না, পুরানো দেয়ালেও কামড়ে থাকে ইট

প্রহরী হারিয়েছে সে দরোজা খোলার চাবি
অন্তর্বাস খুলে তুমি ভাবছো হাবিজাবি

চুরি গেছে কবেই জানালা খোদ
অযথা কপাট খুলে খোঁজো যাযাবর রোদ

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ