শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
ফেরার স্লোগান
আকাশ আশ্রয়
দীপ্র অভিমান জ্বলে, অন্ধকার জুড়ে তারা আকাশময়
ছাদকে গৃহস্থ মানিনি কখনো, আকাশ হয়েছে আশ্রয়।
২
গৃহস্থালির কথা থাক, চার দেয়ালে গ্রন্থিত গল্পের আলাপ
আকাশের কথা বলি, লিখে রাখি বাতাসের উর্বশী সংলাপ।
৩
আকাশ হবে, তারাদের সাথে হোক গৃহস্থ আজীবন জুড়ে
ছাদকে মানে না ঘর, আকাশের আশ্রয় চায় এই ভবঘুরে।
সাত দ্বিপদী
তোমাকে পড়ে মনে হলো আবার
আমার কবিতা ব্যর্থ হয়েছে সহস্রবার
২
তুমি খুলে ফেলো ব্রার হুক
ভয় নেই আমি সেই যে চালায় চাবুক
৩
অন্তর্বাস খুলে দেখো, এখনো রয়েছে রেশ
হাজার বছর আগে দেখা হয়েছিলো সর্বশেষ
৪
বিলম্বিত অর্গাজম রুখে দিলো সূর্যস্নান
কী আজব, স্খলন শেষেও ভালোবাসা অম্লান
৫
কে বললো সহজেই খুলে যায় পাজামার গিঁট
জানো না, পুরানো দেয়ালেও কামড়ে থাকে ইট
৬
প্রহরী হারিয়েছে সে দরোজা খোলার চাবি
অন্তর্বাস খুলে তুমি ভাবছো হাবিজাবি
৭
চুরি গেছে কবেই জানালা খোদ
অযথা কপাট খুলে খোঁজো যাযাবর রোদ
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..