কাকন রেজা’র টুকরো কাব্য

কাকন রেজা
কবিতা
Bengali
কাকন রেজা’র টুকরো কাব্য

গল্প

উড়ে গেলে পাখি, জুড়ে গেলে নীড়
লেগে গেলে বুকে তুমি হলে তীর…

মিমি ও নদী

বলেছি বাড়িয়ে, ভাবতে পারো কেউ
সারা শরীর তার নদী, পুরোটা জুড়ে ঢেউ

হ্যাঁ, সে মিমি, নয় অন্য আর কেউ …

নিরাময়

প্রশ্ন করো যদি, উত্তরে বলি না
বিরহ যাপনে আছি;
যত দূরে আছো
ততটাই নিরাময় কাছাকাছি।

ফিকির

ফকির আমি ফিকির করি তার
যে থাকে মত্ত নিজেতে, মূর্ত বেশুমার!
জিকির হয়ে উঠে চাওয়া, তুমি মঞ্জিল
জবান বেশক, ইশকে মশগুল এ দিল।

তোমাকে বলেছি ফিরে এসো

তোমাকে বলেছি কবে, পথেরা ব্যাকুল অবিরাম
ফিরে এসো, বালিতে লিখো না অন্য কারো নাম।
তোমাকে বলেছি কবে, জলের নীল মূলত ধোঁকা
ফিরে এসো, বেদনার বিষণ্ন রঙ বড় একচোখা।

 

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..