দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
গল্প
উড়ে গেলে পাখি, জুড়ে গেলে নীড়
লেগে গেলে বুকে তুমি হলে তীর…
মিমি ও নদী
বলেছি বাড়িয়ে, ভাবতে পারো কেউ
সারা শরীর তার নদী, পুরোটা জুড়ে ঢেউ
হ্যাঁ, সে মিমি, নয় অন্য আর কেউ …
নিরাময়
প্রশ্ন করো যদি, উত্তরে বলি না
বিরহ যাপনে আছি;
যত দূরে আছো
ততটাই নিরাময় কাছাকাছি।
ফিকির
ফকির আমি ফিকির করি তার
যে থাকে মত্ত নিজেতে, মূর্ত বেশুমার!
জিকির হয়ে উঠে চাওয়া, তুমি মঞ্জিল
জবান বেশক, ইশকে মশগুল এ দিল।
তোমাকে বলেছি ফিরে এসো
তোমাকে বলেছি কবে, পথেরা ব্যাকুল অবিরাম
ফিরে এসো, বালিতে লিখো না অন্য কারো নাম।
তোমাকে বলেছি কবে, জলের নীল মূলত ধোঁকা
ফিরে এসো, বেদনার বিষণ্ন রঙ বড় একচোখা।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..