দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
লুকিয়ে চলি তোমার থেকে নির্জন হতে নির্জনে,
পাবার খাতা পূর্ণ নাহোক লক্ষ্যটা থাক অর্জনে!
লুকিয়ে চলি মানব শ্রেণী’র নিচুমানের পিছুটান,
এগিয়ে যাওয়ার পথটা খুঁজি দিবানিশি অন্তপ্রাণ।
লুকিয়ে চলি পৃথিবীর সব হৈ-হুল্লোড় কোলাহল,
মাথায় নিয়ে পাথর বোঝা সূর্যটা আজ অস্তাচল।
নিজ জগতেই ঘুরছি শুধু বাহির জগত পাশকেটে,
নিজেকে নিজেই প্রশ্ন করি; বলি, কেন যাস খেটে?
মিছে এসব বেগার খাটা মিছেই এসব মায়া বাঁধন,
লুকিয়ে লুকিয়ে ক্লান্ত হয়ে এভাবে কভু হয় সাধন!
হয় না কিছুই চেনা জানা, পাই না খুঁজে পথগলি,
জেনে বুঝে, তবুও নিজে; নিঃশব্দেই লুকিয়ে চলি।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..