প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
লুকিয়ে চলি তোমার থেকে নির্জন হতে নির্জনে,
পাবার খাতা পূর্ণ নাহোক লক্ষ্যটা থাক অর্জনে!
লুকিয়ে চলি মানব শ্রেণী’র নিচুমানের পিছুটান,
এগিয়ে যাওয়ার পথটা খুঁজি দিবানিশি অন্তপ্রাণ।
লুকিয়ে চলি পৃথিবীর সব হৈ-হুল্লোড় কোলাহল,
মাথায় নিয়ে পাথর বোঝা সূর্যটা আজ অস্তাচল।
নিজ জগতেই ঘুরছি শুধু বাহির জগত পাশকেটে,
নিজেকে নিজেই প্রশ্ন করি; বলি, কেন যাস খেটে?
মিছে এসব বেগার খাটা মিছেই এসব মায়া বাঁধন,
লুকিয়ে লুকিয়ে ক্লান্ত হয়ে এভাবে কভু হয় সাধন!
হয় না কিছুই চেনা জানা, পাই না খুঁজে পথগলি,
জেনে বুঝে, তবুও নিজে; নিঃশব্দেই লুকিয়ে চলি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..