কানামাছি

মিজানুর রহমান রোশান
কবিতা, ছড়া
Bengali
কানামাছি

লুকিয়ে চলি তোমার থেকে নির্জন হতে নির্জনে,
পাবার খাতা পূর্ণ নাহোক লক্ষ্যটা থাক অর্জনে!

লুকিয়ে চলি মানব শ্রেণী’র নিচুমানের পিছুটান,
এগিয়ে যাওয়ার পথটা খুঁজি দিবানিশি অন্তপ্রাণ।

লুকিয়ে চলি পৃথিবীর সব হৈ-হুল্লোড় কোলাহল,
মাথায় নিয়ে পাথর বোঝা সূর্যটা আজ অস্তাচল।

নিজ জগতেই ঘুরছি শুধু বাহির জগত পাশকেটে,
নিজেকে নিজেই প্রশ্ন করি; বলি, কেন যাস খেটে?

মিছে এসব বেগার খাটা মিছেই এসব মায়া বাঁধন,
লুকিয়ে লুকিয়ে ক্লান্ত হয়ে এভাবে কভু হয় সাধন!

হয় না কিছুই চেনা জানা, পাই না খুঁজে পথগলি,
জেনে বুঝে, তবুও নিজে; নিঃশব্দেই লুকিয়ে চলি।

মিজানুর রহমান রোশান। ছড়াকার, কবি ও লেখক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

বেশরম

বেশরম

বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..

তোমার জন্য

তোমার জন্য

পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..