শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে জেগে
শুরু হয় আমাদের, অনেক আরাধ্য কারাবাস।
প্রতিদিন অফিসের যাত্রার আগেভাগে
মনে হয় সেবন করছি, যান্ত্রিকতার নিঃশ্বাস।
প্রতিদিন অফিসে বড়ই পরিচিত লাগে
দৈনন্দিন কাজ কর্মের মধ্যে, প্রমোশনের আধো-মিথ্যে আশ্বাস।
কলম পেষা কেরানীর অথবা মধ্যম মাত্রার কর্মকর্তার কলমের দাগে
নিকট থেকে দূরে চলে যায়, সামান্য ওভার টাইমে পাওয়া নোটের বিশ্বাস।
বাড়ি ফেরার পথে, কুঁকড়ে মুকরে বাসের মধ্যে ধাক্কাধাক্কির যোগে,
বেচে থাকার অর্থ নিয়ে, মনের মধ্যে নড়াচড়া করে অনেক উচ্ছ্বাস।
বাড়ি ফেরার পরে, পরিচিত হাতের আদরের উদ্যোগে,
আবারও অনুভুতিতে ফেরে, ধীরে ধীরে আমাদের “অনেক আরাধ্য কারাবাস”।
ঘুমোতে যাবার সময়, আর ঘুম থেকে জেগে উঠার পরে বা আগে,
নিজের সাথে, নিজের হাতে, স্বেচ্ছায় আমাদের ‘অনেক আরাধ্য কারাবাস’।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..