প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে জেগে
শুরু হয় আমাদের, অনেক আরাধ্য কারাবাস।
প্রতিদিন অফিসের যাত্রার আগেভাগে
মনে হয় সেবন করছি, যান্ত্রিকতার নিঃশ্বাস।
প্রতিদিন অফিসে বড়ই পরিচিত লাগে
দৈনন্দিন কাজ কর্মের মধ্যে, প্রমোশনের আধো-মিথ্যে আশ্বাস।
কলম পেষা কেরানীর অথবা মধ্যম মাত্রার কর্মকর্তার কলমের দাগে
নিকট থেকে দূরে চলে যায়, সামান্য ওভার টাইমে পাওয়া নোটের বিশ্বাস।
বাড়ি ফেরার পথে, কুঁকড়ে মুকরে বাসের মধ্যে ধাক্কাধাক্কির যোগে,
বেচে থাকার অর্থ নিয়ে, মনের মধ্যে নড়াচড়া করে অনেক উচ্ছ্বাস।
বাড়ি ফেরার পরে, পরিচিত হাতের আদরের উদ্যোগে,
আবারও অনুভুতিতে ফেরে, ধীরে ধীরে আমাদের “অনেক আরাধ্য কারাবাস”।
ঘুমোতে যাবার সময়, আর ঘুম থেকে জেগে উঠার পরে বা আগে,
নিজের সাথে, নিজের হাতে, স্বেচ্ছায় আমাদের ‘অনেক আরাধ্য কারাবাস’।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..