বইমেলা উবাচ
বইমেলা উবাচ অক্ষর একটা স্বাধীনতা একটা প্রকাশ উন্মাদনা। যা দিয়ে শব্দ শব্দ থেকে বাক্য হয়ে…..
আরামবাগ লোকাল।কোনোরকমে জানলা দখল করে নিত্য,অনিত্য ঠোঁট ফাঁক করে গোটা দুই হারমোনিয়াম রীড। তাঁর সুর ফ্যাঁকে ফ্যাঁকে।হলদে, গোলাপী পোস্টার দেখেছিল। একটা দশ ডিজিটের ফোন নম্বর। ”মনের মতো বান্ধবী চাই?”। সঙ্গে সঙ্গে একটা অতিকায় বৃদ্ধ কিপ্যাড। প্রত্যেকটা সংখ্যা ঝাপসা হয়ে যাচ্ছে। ভুরু কুঁচকে কুঁচকে টুকে নিচ্ছিল গ্লুকোমা। হয়তো মিসকল দেওয়া হয়ে গিয়েছিল কানের কাছে। যেভাবে স্টেথো লাগিয়ে শোনা যায়। যেভাবে হার্টবিট শুনেছিল ওপার থেকে। আটলান্টিক থেকে ভেসে আসা হ্যালো। দিস ইস রিমি। আহা, কেউ কী এভাবে হাত বাড়িয়েছে? সেই কোচিং কেলাসের রিমি। বলেছিল, “মুখ খারাবি করিস তো গাঁ ঘেঁষবি না”। পুনপুন করে পালিয়েছিল নিত্য। সে রিমির এ কোলে বাচ্চা ও কোলে কালসিটে।আর হাভাতে সে। ফোনটা আপনাআপনি কেটে যায়।
কারসেড একটা টাওয়ারশূণ্য। নিত্য খিস্তি করে। একটা দেশি হাফবয়েল কেনে। এতো স্পর্শপ্রবণতা কিসের? লাল লুল্লুলে কুসুমটাকে বেশিক্ষণ ধরে রাখা যায় না। জিভের তলা দিয়ে গলে যায় জেনারেলে কোনো যুবতী রিমি। উঠলে হুড়োহুড়ি পড়ে যায়। হাফবয়েলটার স্কিনে আলতো চাপ। স্পর্শকাতরতা জাগে। এক হকার হাঁক পারে, “বেদনা কিলো কিলো সত্ত্বর”। নিত্য এক কিলো কেনে। খিস্তি করে। লাল লুল্লুলে কুসুমটাকে বেশিক্ষণ ধরে রাখা যায় না।
বইমেলা উবাচ অক্ষর একটা স্বাধীনতা একটা প্রকাশ উন্মাদনা। যা দিয়ে শব্দ শব্দ থেকে বাক্য হয়ে…..
মানুষ অকৃতদার মাস্টার মশাই পাঁচজন ছাত্রীকে পড়ান নিজের ঘরে । প্রতিবেশীদের সন্দেহ ক্রমশ দানা বাঁধে…..
বুরখা মানুষের ডানা আছে। ডানায় ভর করে ওড়া যায়। মানুষ উড়তে থাকে। হাত দুটো সামনে…..
খোলস সূর্য হেলে পড়ছে গোধূলিবেলায়। আলপথের কোথাও ডাঙা কোথাও বর্ষার জলে, আধো ডোবা। কেনারাম, আলপথ…..