কাকন রেজা’র কবিতা

কাকন রেজা
কবিতা
Bengali
কাকন রেজা’র কবিতা

কী লুকাতে চায়

চিনতে ভুল হয়ে গিয়েছিলো, এখন আফসোস জেগে থাকে
রাত-বিরাতে বাতাসের সিম্ফনির সাথে উঠে আসা দীর্ঘশ্বাস
কী লুকাতে চায়
বৃষ্টি এবং বর্ষার কালে
অশ্রু

আফসোস জেগে রয় স্ফুরিত অধরের কোণে
ত্রিকোণেও বাসা বাঁধে কিছুটা আফসোস
এবং স্তনের ডগায় শিশির বিন্দুর মতন

কী লুকাতে চায়
শিশির বিন্দু না স্তন
ত্রিকোণ নাকি আফসোস

চিনতে ভুল হয়েছিলো বলে আফসোস আজ ঘুমহীন
রাত এবং ভোর মিলে যায় শীৎকারের সম্মিলিত নিনাদে
কী লুকাতে চায়
জাগরণ
বিস্মরণ না শীৎকার

 

গান

স্থায়ীটার পর অন্তরায় যাও তুমি
মাঝে ভুলে থাকা সঞ্চারী অভিমানহত;
গানটা ভুল হয়ে যায়, আমি বুঝি
তুমি তা বোঝো না, যেহেতু সুরটা অক্ষত।


বন্দীশের মাঝে রয় আশিকের আর্তি
যে গায়, সে কি বুঝে গায় নাকি…
ভুলে যাওয়া সঞ্চারীর বেদনা কোথায়
বলো, কোনখানে লুকিয়ে রাখি।


একটি স্তবক কি বলতে পারে
কতটা যাতনা ধরে পরিপূর্ণ গীতি;
বন্দীশ পুরো না হতেই ভুলে গেছে
তার সঞ্চারী অদিতি।

 

তুমি

তুমি ভাবো, প্রণয়ের মেটাফোর
আমি মূলত কাটছি জাবর…
গরু বলতে পারো
যাচ্ছি তোমাতে ফিরে আবারো!

প্যারাডক্স, প্রশ্নের উত্তরে প্রশ্ন থেকে যায়
উত্তরেও প্রশ্ন, কীভাবে পাবো তোমায়…
প্রাপ্তি মূলত মেটাফিজিক্স এক
সত্তার অস্তিত্ব প্রশ্নে তোমার উল্লেখ!

আমি দৃশ্যমান বোকা, দৃশ্যত নিশ্চিত
ফেরে না হুশ কখনো আচম্বিত…
রয়ে যাই মেটাফোরে একা
অধিবিদ্যা অতঃপর তোমাতেই শেখা!

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..