কুশল ইশতিয়াকের তিনটি কবিতা

কুশল ইশতিয়াক
কবিতা
Bengali
কুশল ইশতিয়াকের তিনটি কবিতা

ছায়াসঙ্গী

ধরো এই রাতে এসে সমুদ্র কিনারে
একাকী দাঁড়িয়ে আছি, ধরা যাক তুমি
ধীর পায়ে হেঁটে এই আধো অন্ধকারে
এসে দাঁড়ায়েছো পাশে! বুঝি নাই আমি—

মোরে তুমি চেন কি না, ভ্রম তুমি কি না
যেহেতু বলি না কথা তারপরে কোনো
চেনাজানা কেন নাই, নিজেরা জানি না
খাপছাড়া ভালো লাগে এভাবেই যেন

ঢেউয়ের শব্দ আসে— বুকের ভিতর
আধাঁরে দু’জনে দেখিনাই কারো মুখ
হাওয়া ভেঙে গড়েছি প্রাচীন আঁকড়
বাতাসে বাতাসে জমা গোপন অসুখ

সমুদ্র দুয়ারে এসে কী পেলাম জানি
যদি ধরি কোনোকালে নাই ছুঁই পানি

 

স্কাইলাইট

মেয়েটির দেহে তব লেগে থাকে ঘুম
মেয়েটির মুখ পানে এসে পড়ে চাঁদ
গভীরে তাহার ফোটে এক তারা ফুল
তার পাশে শুয়ে আমি কাটিয়েছি রাত।

 

এই বৈশাখ

চান্দের দেশ হইতে আসিলো দরবেশ
মলিন আলখাল্লা তার গায়
মরুর পাহাড়ে সূর্য লেগে আছে
ধূলির পাহারায়

নূরানী লাঠির ছায়া দীর্ঘ হলে
এক তামা কুঠুরি সূর্যরে প্রদক্ষিণ করে

ওরে ও বনের পাখি— ও আলখাল্লার পাখি
কোন পথ তারে চেনাও তুমি?
পথের মাঝে কে যেন বিছায়ে রাখছে কাঁটা

দুপুর না ফুরালে
মরিচিকা না ফুরালো
দয়িত এখনও ফেরে নাই ঘরে
আচানক তার মাঝে  উঠানে আসিলা

কার খবর তুমি লয়ে এলে এতদিন পরে
সূর্যরে আপন করে, জগত করিয়া পর
চোখের জ্যোতিতে কোন ফুল ফোটে
মাটির পিঞ্জিরায় কার ছবি তোমার?

জন্মঃ ১৭ জুলাই, ১৯৮৭, বরিশাল বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত প্রকাশিত বইঃ চান্দের দিকে উড়াল, উইপোকার স্বপ্নের ভেতর

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..