কৃতদাসবাদ

কাকন রেজা
কবিতা
কৃতদাসবাদ

একজন বিপ্লবীর গল্প

পথে নামার কথা বললেই
জরুরি কাজের কথা বলে চলে যান তিনি
বিকালে পাড়ার চায়ের দোকান, সে আড্ডায়
দারুণ বিপ্লবী সেই জন!

বিপ্লব মানে লাল চা, কাপের ভাঙা হাতলের ধার
বিপ্লব মানে মধ্যবিত্ত যুক্তি, মার্ক্সবাদ, লেনিন
কখনো বিপ্লব মানে থিয়েটার, মঞ্চনাটক
অর্থাৎ নাটকটা মঞ্চে, অভিনেতারা চায়ের কাপে!

পথে নামার কথা বললেই, সংলাপ, দর্শন
তর্কটাই বিপ্লব, যুদ্ধ নয় মহড়া, তারপর ফুরুৎ
পাখি উড়ে যায় পালক পড়ে থাকে, প্রমান
পাখি ছিলো, পাখি নেই, বিপ্লব ছিলো, বিক্ষোভ নেই!

বাবা বলেছিলেন

বাবা বলেছিলেন, ভুলের কথা
আমি তখন মার্ক্সবাদী, বাবার কথা
গিলে খায় কম্যুনিস্ট শ্লোক!

জমির আল তুলে লাঙল দিই
পড়শীর মাঠে। ওপাড়ার নুরু
মুরগিটা হাদিয়া দেয় পীরের দরগায়
আমি মার্ক্সকে পীর মেনে জন্মান্ধ মুরিদ!

 

কৃতদাসবাদ

স্বৈরশাসকের মত আনুগত্য চাও নারী
জেনো এ ভুল তোমারই
আনুগত্য বধে শাসক বারবার
পুনরাবৃত্তি হবে ঠিক আবার।

পুরুষ নয়, দাস চায় নারী
নারীবাদ পরিণত হয় কৃতদাসবাদে,
যুদ্ধ কিংবা মহামারী
নারীর মস্তিষ্ক দাসের আবাদে!

ভালোবাসা নয় দখলের লোভ
পিছে তার বেড়ে উঠা ক্ষোভ,
অনুভবে রয়ে যায় ভুল
সবশেষে নারী দেয় নিশ্চিত মাশুল।

 

ঋণ

অহেতুক জাগো রাত
প্রার্থনায় তোলা হাত
নিরর্থক যায়
অহেতুক চোখ ভিজে বেদনায়।

কী চাও তুমি তাহার কাছে
যে তোমাকে বিষাদে বেটে আড়ালে আছে!

প্রতিটা ক্ষণ কতটা যাতনার বিষে
অপেক্ষা শুধু তার আশিসে …
কেটে যাবে বিষাদের এই বেলা
বিপরীতে উপেক্ষা ও অবহেলা!

সয়ে যাই বয়ে যাই তরল পাথরে
তবু তার ঋণ অকাতরে,
স্মরণ করি প্রতি রাতের কাছে
ভেবে নিই বিরহেও ভালোবাসা আছে।

ঘুড়ি কাব্য

ঘুড়িটা কেটে যায়, অসহায় নাটাই
বাতাস আক্ষেপে বলে, নাই নাই

কী নাই, সুতার প্রান্ত বলে
যাবার ছিলো চলে গেছে কৌশলে

ঘুড়িটার কী দোষ, আকাশ মোহময়
অনায়াস নীল করেছে ঘুড়িকে জয়

ফিরে আসা

অক্ষরবৃত্তে গড়ি তাকে
মাত্রাবৃত্তে ভাঙি
ষড়বৃত্তের সহজ হাতে
তোমার কাছেই মাঙি

ফেরাও তুমি ছন্দ ভাঙার মন্দ্র স্বরে
ফেরাও তুমি তোমার মতো যত্ন করে

ফিরি আমি ফিরে আসি
ফিরতে ফিরতে ভালোবাসি

তোমায়… সাথে দুঃখ ভুলি ক্ষমায়

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..