প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কেন এই মৌনতা
সুখের পাপিয়া দুখের অবগাহনে দৃষ্টি
অদৃশ্য চুম্বনে ছায়া হয়ে খুঁজে নীড়
তৃষার্ত হৃদয় অতৃপ্ত অপূর্ণতায় ভারাক্রান্ত
দুচোখের চাহনি মৌনতায় তৃষ্ণা সুধায়
এই বুঝি এলে তুমি আমার দ্বারে।
পাপিয়ার পিউ পিউ কোকিলের ছন্দে
একমুঠো সুখের প্রত্যাশা অনন্ত পথচলায়
আবেগের ভাবনায় নিমগ্ন হৃদয়ের স্পন্দন
বিবেকের তাড়নায় হৃদয়ে নীরব রক্তক্ষরণ
ভালোবাসি তবু বলতে কেন দ্বিধান্বিত
মর্মভেদী যন্ত্রণা তুষের অনলে কষাঘাত
নিস্তব্ধতায় ফেলে অভিমানের দীর্ঘ নিঃশ্বাস
পায়ে শিকল আর মুখে মৌনতার বেড়াজাল
মুখোশের লুকোচুরি অকৃতজ্ঞের জলছাপ
আঁধারে হাতছানি আলোর নেই ঝলকানি
তবু ক্ষণিকের মোহে ভালোবাসার আকর্ষণ
তোমাতেই তুমি
তোমার অধরে ছায়া হবো স্নিগ্ধ বিকেলে,
দু’মুঠো মায়াজালে অদূরে দেবো হাতছানি
সঙ্গে নেবে কি আমায়।
তোমার হরিণী মায়া চোখে কাজলের রঙ হবো
দুচোখের দৃষ্টিতে নির্বাক বৃষ্টিস্নানে
অনুভবে দেবো প্রেমের আলিঙ্গন
তুমি কি ছায়াতলে সঙ্গী হবে?
তোমার স্পর্শের স্নিগ্ধ ছোঁয়ায় হারাবো হৃদয়
মৌনতায় তৃষ্ণা সুধাবে ভালোবাসা
তুমি কি আমার অনুভূতি হবে।
দূর পবনে অজানায় হারাবো তুমি আমি
একফালি সুখ দেবে কি আমায়?
তোমার দু’পায়ের নূপুরের ঝংকারের সুর হবো
ছায়া হয়ে পাশে রবে কি আমার?
তোমার দু’টি ঠোঁটের আলতো নরম ছোঁয়ায়
পুলকিত হবো বারবার,
হৃদয়ের স্পন্দনে তুমি রবে নীরবে
সুখের মায়াবী পরাগ ফুলের মোহনায়
তুমি কি আমার তৃষ্ণা হবে?
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..