প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
শাওনরঙা মেঘ
সেতু বলতে কিছুটা ঝুঁকি ও জলভার
শাওন-রঙা মেঘ ভীষণ ভাবায় আমাকে
মাসান্তে পুড়ছে শরীর জ্বর ছাড়াই, মাথাভার নিয়ে
শূন্য হই ক্রমশঃ
প্রিয় গ্রন্থ… হাত দিয়ে ছুঁয়ে রাখি আঙুলে
বৈদূর্য্যমনি পাবার আশায়
বুকমার্কে ডিম গুঁজে দিয়ে পিঁপড়েরা
ঠাঁই বদল করেছে
অন্য ঠিকানায়
শাওন মেঘ পিঁপড়েদেরও ভাবায় ভীষণ।
কে তুমি
ভিজছে চারপাশ-
ভেজার বাহানায় এসো নিভিয়ে দিই
দহনকাল এই আমাদের
কান্নার ঘন তরলে উৎপন্ন আষাঢ় মাস
কত দিন তো তোমারই জন্য রেখে দিয়েছি
যমুনা কাঁপন
নাচুনি হাওয়ায়
-জাগরী কে তুমি?
নিঃস্ব হতে হতে ফুরাও এসে
বাঁ পাঁজরে……?
উদ্বেগহীন
শরীরে জমে টক্সিন-
কার্নিশে জমা পাখির পুরীষ।
দিনভর ব্যস্ততার সাতসতেরোয়
আমি’ টি ফুরিয়ে যায় আমার ভেতর
ঊনআহারে মজবুত হলে ফের উঠে
দাঁড়ায় শিরদাঁড়া শক্ত করে।
দিনের ব্যর্থ গল্প স্মরণে আসে রাতে
আর
ব্যর্থতার হিসেব কষতে কষতে
আবার সেই উদ্বেগহীন ছাউনি হওয়া..
পতঙ্গ ডেকে আনতে হয় না
ফুরফুরে লাগে
বেশ লাগে…বেশ!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..