শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
তবে যদি চাও,
বিনিদ্র রাতে খুঁজে নাও কোনও
নিশ্চিন্ত অববাহিকা,
আনন্দে গেয়ে ওঠো ইউরেকা গান।
দেখো, তখন তোমার
অ্যাডামস অ্যাপেল এর ওপর,
বুকে ভর দিয়ে হাঁটবে রিলাক্সেশন,
কোনও এক সরীসৃপ এর মতো।
তারপর তুমি,
নিস্তব্ধ প্রতিশ্রুতি হয়ে গন্ধ খোঁজো রাত্রির নাসারন্ধ্রে,
তখনো তোমার মায়াবী চোখে ঘুম।
তবু যদি চাও, আবারও,
খুলে দিলাম অবারিত দ্বার,
জলের ফোঁটার মতো আরামে বিশ্রাম নিও,
কোজাগরী ঘুমে স্নান করে ভোরের শিশির হয়ে ওঠো।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..