প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
তবে যদি চাও,
বিনিদ্র রাতে খুঁজে নাও কোনও
নিশ্চিন্ত অববাহিকা,
আনন্দে গেয়ে ওঠো ইউরেকা গান।
দেখো, তখন তোমার
অ্যাডামস অ্যাপেল এর ওপর,
বুকে ভর দিয়ে হাঁটবে রিলাক্সেশন,
কোনও এক সরীসৃপ এর মতো।
তারপর তুমি,
নিস্তব্ধ প্রতিশ্রুতি হয়ে গন্ধ খোঁজো রাত্রির নাসারন্ধ্রে,
তখনো তোমার মায়াবী চোখে ঘুম।
তবু যদি চাও, আবারও,
খুলে দিলাম অবারিত দ্বার,
জলের ফোঁটার মতো আরামে বিশ্রাম নিও,
কোজাগরী ঘুমে স্নান করে ভোরের শিশির হয়ে ওঠো।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..