কোজাগরী ঘুমে স্নান

সুমন দাশগুপ্ত
কবিতা
কোজাগরী ঘুমে স্নান

কোজাগরী ঘুমে স্নান

তবে যদি চাও,
বিনিদ্র রাতে খুঁজে নাও কোনও
নিশ্চিন্ত অববাহিকা,
আনন্দে গেয়ে ওঠো ইউরেকা গান।
দেখো, তখন তোমার
অ্যাডামস অ্যাপেল এর ওপর,
বুকে ভর দিয়ে হাঁটবে রিলাক্সেশন,
কোনও এক সরীসৃপ এর মতো।

তারপর তুমি,
নিস্তব্ধ প্রতিশ্রুতি হয়ে গন্ধ খোঁজো রাত্রির নাসারন্ধ্রে,
তখনো তোমার মায়াবী চোখে ঘুম।

তবু যদি চাও, আবারও,
খুলে দিলাম অবারিত দ্বার,
জলের ফোঁটার মতো আরামে বিশ্রাম নিও,
কোজাগরী ঘুমে স্নান করে ভোরের শিশির হয়ে ওঠো।

সুমন দাশগুপ্ত। কবি। জন্ম ও বসবাস দুইই কলকাতায়। পেশা তথ্য প্রযুক্তি। ছোট থেকেই সাহিত্য অনুরাগী, বাবার দ্বারা খুবই অনুপ্রাণিত এবং বাবাই প্রধান পথপ্রদর্শক পড়াশুনো এবং লেখালেখির জগতে। পেশাগত ব্যস্ততার বাইরে সময় অতিবাহিত হয় প্রিয় বিষয়গুলোর ওপর কিঞ্চিত পড়াশুনো করে, যেমন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ