আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
তবে যদি চাও,
বিনিদ্র রাতে খুঁজে নাও কোনও
নিশ্চিন্ত অববাহিকা,
আনন্দে গেয়ে ওঠো ইউরেকা গান।
দেখো, তখন তোমার
অ্যাডামস অ্যাপেল এর ওপর,
বুকে ভর দিয়ে হাঁটবে রিলাক্সেশন,
কোনও এক সরীসৃপ এর মতো।
তারপর তুমি,
নিস্তব্ধ প্রতিশ্রুতি হয়ে গন্ধ খোঁজো রাত্রির নাসারন্ধ্রে,
তখনো তোমার মায়াবী চোখে ঘুম।
তবু যদি চাও, আবারও,
খুলে দিলাম অবারিত দ্বার,
জলের ফোঁটার মতো আরামে বিশ্রাম নিও,
কোজাগরী ঘুমে স্নান করে ভোরের শিশির হয়ে ওঠো।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..