দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
হাওয়া স্ফুট, শীৎকারক্রিয়া
পায়ে পা ঘষে শূন্যতার কাছাকাছি
দূরবাসের সুফী – অভিধান
সেও এক গিনিপিগ
হাওয়া – সারি জলপিঁপড়ের সাজানো আত্মসাৎ
জল সরে যাওয়ার শব্দ হলো
ইচ্ছেতলীর কোন এক গাঁয়ে মিষ্টি বাঘিনীর
নিষিদ্ধ পিপাসা
দু একটা বনের ম্যাটিনি
অকল্পনার ছেঁড়া কাচে, কানাচের ঘুঙরু
বস্তুত যা শরীরের জর্দা পান
উন্মোচিত আখতারি
কালিদহের জগৎ বাঁধা মুষিক শিল্পীদের
ক্ষত – মথিত!
খুনিদের ভেতর থেকে
খুনিদের তুলে নিতে চায় আখতারি …
যাওয়া যায়। আপক্ক তলিয়ে যাওয়া যায় …
ক্ষতবিক্ষত রাতপাখি। অলীক,অদ্যাবধি ঘুম,
মোহনা … উদ্ভিন্ন মানুষীটির
বিকল বার্ধক্যে পাখি চুরি করে রেখেছি
তিল তুললো উদাস করা নদী
বিবশ মুখ রঙিন, আরো করুণ
সেই ডাক,পাতা …
লেহনে নেমেছে আশরীর …
একটা লুণ্ঠনের সময়ও ভোররাত
তোমাকেই সবকিছু ধুলো দিয়ে নিঃস্ব হবো বলে
উজানীনগরে বহুক্ষণ সরে গেছি …
যেন নিভে না যায় পাথরের বাহারি কফিতৃষ্ণা
এতো মৎস্যকামী নভোনীলিমায়
নানান টুকরো জুড়ে ধোঁয়ার শীৎকার থেকে থেকে বলছে —–
তণহা ….
ব্যাধি …
লুকোনো রঙ ঘূর্ণিমধ্যে মিলিয়ে গেলো। প্রতীক অন্তর্ঘাতের না – রঙ ছবি ভিজছে। জলের সবটুকু নরম যার পাশবিক বোধে ভ্রমণের নেশা
মায়াবী ফণাভর্তি স্বচ্ছ মানুষতো দেখিনি …!
দেশগাঁয়ের অতলে ভরকেন্দ্র। সর্বাংশে ডুবন্ত শরীর। নিঃসাড়ে শিকারী। অমীমাংসিত গুম্ফায় ভূখারী মুখোশ কে ছিলো ? ভুক্ত পরিতৃপ্ত ন্যুড স্টাডি, বহুদূর সারি সারি শিবিকায় কোনো পাখির ভ্রাম্য ঋণ … ভ্রুসন্ধি বৃষ্টির অপ্রস্তুত সাক্ষরতা
তোমার কিছু কিছু শব্দ জোগাড় করেছি। ভাষাহীন কায়াতরু। গ্রীষ্মহারানো দেশী সবুজে ঘেরা মজা পুকুর থেকে জলতোলা। আলোর অনিশ্চিত ভাঙা আঁধারকলা। মনের গুল্মনে
শুধু অল্প এক তিল। অথবা পুরোনো কোনো গাছ, হাওয়াদের। হে উদ্ভিন্ন ধারাভাষ্য, নৈমিত্তিক পেট ও পুটকি, খিদের কলাকুশলী ঈষৎ স্থাপত্যে মিশেছে
অনিঃশেষ শব্দটার নৌকো ভাসছে রঙের ….
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..