খুনসুটি 

ফয়জুল হাকিম
কবিতা
Bengali
খুনসুটি 

খুনসুটি 

হন্তদন্ত হয়ে হেঁটে চলে গেল বয়স
অনেকটা না জানিয়ে যেমন প্রস্থান করে কেউ কেউ
মহা ব্যস্ত নদীজলে পা ডুবিয়ে ভেসে যায় গাঙচিল
ঢেউ এসে নিয়ে যায় ঘূর্ণি গভীরে তাহার,
হন্তদন্ত হয়ে এতোটা বছর আমাদের সময়
হেঁটে চলে যায় আর
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় বসে থাকি একা ভিড়ে
মশগুল গানে ও কবিতায়, মনে পড়ে?

হন্তদন্ত হয়ে নিজ কক্ষ পথে হেঁটে চলে পৃথিবী
মহাকালে নির্ধারিত তার এই হাটাহাটি
চাঁদের মুখ দেখার নেই কোনো অবসর,
সূর্যের সাথে চলে সব পুরনো খুনসুটি।

ফয়জুল হাকিম। কবি, চিকিৎসক, ট্রেড ইউনিয়ন কর্মী ও মার্কসবাদী-লেনিনবাদী রাজনীতিক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি 'লালা ভাই' হিসেবে পরিচিত। ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিনগুলিতে স্কুল ভেঙ্গে অগ্রজদের ডাকে মিছিলে যাওয়া যা আজও চলছে সমানে। মাঝে কবিতার সাথে দেখা- হাতে হাত রেখে যেন পথ চলা। স্বাধীনতা...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..