দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
হন্তদন্ত হয়ে হেঁটে চলে গেল বয়স
অনেকটা না জানিয়ে যেমন প্রস্থান করে কেউ কেউ
মহা ব্যস্ত নদীজলে পা ডুবিয়ে ভেসে যায় গাঙচিল
ঢেউ এসে নিয়ে যায় ঘূর্ণি গভীরে তাহার,
হন্তদন্ত হয়ে এতোটা বছর আমাদের সময়
হেঁটে চলে যায় আর
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় বসে থাকি একা ভিড়ে
মশগুল গানে ও কবিতায়, মনে পড়ে?
হন্তদন্ত হয়ে নিজ কক্ষ পথে হেঁটে চলে পৃথিবী
মহাকালে নির্ধারিত তার এই হাটাহাটি
চাঁদের মুখ দেখার নেই কোনো অবসর,
সূর্যের সাথে চলে সব পুরনো খুনসুটি।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..