বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
হন্তদন্ত হয়ে হেঁটে চলে গেল বয়স
অনেকটা না জানিয়ে যেমন প্রস্থান করে কেউ কেউ
মহা ব্যস্ত নদীজলে পা ডুবিয়ে ভেসে যায় গাঙচিল
ঢেউ এসে নিয়ে যায় ঘূর্ণি গভীরে তাহার,
হন্তদন্ত হয়ে এতোটা বছর আমাদের সময়
হেঁটে চলে যায় আর
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় বসে থাকি একা ভিড়ে
মশগুল গানে ও কবিতায়, মনে পড়ে?
হন্তদন্ত হয়ে নিজ কক্ষ পথে হেঁটে চলে পৃথিবী
মহাকালে নির্ধারিত তার এই হাটাহাটি
চাঁদের মুখ দেখার নেই কোনো অবসর,
সূর্যের সাথে চলে সব পুরনো খুনসুটি।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..