প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
হন্তদন্ত হয়ে হেঁটে চলে গেল বয়স
অনেকটা না জানিয়ে যেমন প্রস্থান করে কেউ কেউ
মহা ব্যস্ত নদীজলে পা ডুবিয়ে ভেসে যায় গাঙচিল
ঢেউ এসে নিয়ে যায় ঘূর্ণি গভীরে তাহার,
হন্তদন্ত হয়ে এতোটা বছর আমাদের সময়
হেঁটে চলে যায় আর
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় বসে থাকি একা ভিড়ে
মশগুল গানে ও কবিতায়, মনে পড়ে?
হন্তদন্ত হয়ে নিজ কক্ষ পথে হেঁটে চলে পৃথিবী
মহাকালে নির্ধারিত তার এই হাটাহাটি
চাঁদের মুখ দেখার নেই কোনো অবসর,
সূর্যের সাথে চলে সব পুরনো খুনসুটি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..