খোঁড়া চোখের স্বপ্ন ও সম্পর্ক

তপনকান্তি মুখার্জি
কবিতা
Bengali
খোঁড়া চোখের স্বপ্ন ও সম্পর্ক

বসন্ত

বসন্ত আজ পাড়ায় পাড়ায় দেহে মনে জ্বালে রংমশাল,
বসন্ত আজ পলাশ শিমুল নবীনপাতার তমাল শাল।
বসন্ত আজ জানালাখোলা সদ্যোস্নাতার সিক্ত চুল,
বসন্ত আজ বারান্দাতে কাপড়মেলা হাওয়ার ঢুল।
বসন্ত আজ সরস্বতী প্রেমদিবসের চিকন ঠোঁট,
বসন্ত আজ দোল আবিরে অমল আলোয় রঙিন ঘোঁট।
বসন্ত আজ পাগল হাওয়ার জানান দেওয়া দুঃসাহস,
বসন্ত আজ প্রিয়ার হাতে ভুল বানানের চিঠির জোশ।
বসন্ত আজ অন্ধ কানাই ভেজা ভেজা চোখে আগুন – কোপ,
বসন্ত আজ পথের ওপর টাটকা ঝড়া রক্তছোপ।
বসন্ত আজ গাল কপালে শিরশিরানি হাতের ছোঁওয়া,
বসন্ত আজ মনের ভিতর যতন করে ফসল রোওয়া।

 

খোঁড়া চোখের স্বপ্ন

তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে
চোখে অনেকদিন হলো ছানি পড়েছে।
চশমাতে কোন কাজ হয় না আজকাল
তাই হাতড়ে হাতড়ে চলি।
ছানি কাটাতে বড়ো ভয় হয় –
যদি সেরে গিয়ে চোখ তোমার সিঁথিতে
সিঁদুর দেখে ফেলে!
তার চেয়ে খোঁড়া চোখ নিয়ে স্বপ্নে থাকাই ভালো।

 

সম্পর্ক

রান্নাঘরে জ্বলজ্বল করে মায়ার বাঁধন। এক একজনের
জন্য তৈরি হয় আলাদা আলাদা চর্বচোষ্যলেহ্যপেয়।
গন্ধ ভিন্ন, শব্দও তাই। পরম্পরা জারিত হয় হাতে,
জল – মশলায়, খুন্তিকড়াইয়ে। সীমারেখা টানা
অন্দরমহল। কর্তা পায়চারি করে স্বভূমিতে ফটর
ফটর শব্দ তুলে , গিন্নি লক্ষ্মণগন্ডি দেওয়া ঘরে বসে
মোড়ার ওপর। মাঝে মাঝে শুভদৃষ্টি হয়ে যায়।
কর্তা তখন জামাই রাজা, গিন্নি ফাগুন বউ।
সম্পর্কে জারিত হয় অতীত। অভিমান ও ভালোবাসা
গলে গলে পড়ে লেবুফুলের গন্ধ হয়ে অচেনা
ছন্দে, চেনা সত্ত্বায়।

সফট টার্গেট

মৃত মানুষকে লক্ষ্যবস্তু করাই দস্তুর।
যতো কীর্তি সব ঘেঁটে দেওয়া যায়
কলমের এক খোঁচায় কিংবা কাঁচির
এক আঘাতে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..