খোলা এনভেলাপ

মনোয়ারা স্মৃতি
কবিতা
Bengali
খোলা এনভেলাপ

আমার প্রথম প্রেম কৃষ্ণচূড়া
দ্বিতীয় প্রেম হলো ছাতিম।
তুমি তবে আমার কী!
তুমি যে আমার নিত্য দিনের অভ্যেস।
চাবিআঁটা তালাটা বারবার টেনে দেখাবার মতো অভ্যেস,
ঘুম ভাঙতেই মোবাইলটা হাতড়ানোর মতোই অভ্যেস,
তোমাকেও হাতড়াই ইচ্ছের হেরেমে, আরাধনার ঋকবেদে।
আদোও কী তোমায় পাই! হয়ত তুমি আছ, হয়ত তুমি নাই।
আমার প্রথম ভালোলাগা আকাশ
দ্বিতীয় ভালোলাগা নদী।
তবে তুমি আমার কী!
তুমি আমার প্রাপ্তবয়স্ক এক মায়া।
শীতের মফস্বলে একমুঠো ঘনিষ্ঠ
রোদের নরম মায়া।
বহুগামী চাঁদের, সূর্যের কাছে রক্ষিতা হয়ে থাকার মায়া।
তুমি আমার দুঃখ, ভীষণ হাঁপরের বলকানো দীর্ঘশ্বাস।
তুমি আমার জীবনযজ্ঞে জলন্ত কাঠে স্বস্তিপাঠের জল।
তুমি আমার খেলাপি দায়, বেড়ে যায় কেবলই বেড়ে যায়।

মনোয়ারা স্মৃতি। কবি। বাস করেন ঢাকা বিভাগের নরসিংদীতে। লিখছেন দীর্ঘদিন ধরেই। মূলত কবিতা লিখেন। কিন্তু গল্পতেও আগ্রহ রয়েছে তার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..