গণিত

শৌভিক দত্ত
কবিতা
Bengali
গণিত

ট্রেনসুমারী

সম্ভাবনার বাইরে
একটা ডোরাকাটা জানালা
কিছু অযাচিত থাকে
মিশ্র সেই অংশ আমায় আলো পড়ায়
দেখি, ফেনার বাইরে থাকা
পর্বতের বয়স বেড়ে গেছে
বেড়ে গেছে লালচে শহরের শিলান্যাস
পথিক সিগন্যাল
গাঢ় আয় থেকে গড়িয়ে যাওয়া লালা
নদীর যৌতুক আর ট্রেনসুমারী
জানি,
কোমায় থাকা ভাষারা
বস্তুত উজ্জ্বল ও ফ্যাসঁফেসে
অদৃশ্য আন্দোলনে
দেওয়াল টাঙিয়ে রাখা ভোর
আঞ্চলিক অসুখের
সাদাকালো গয়নারা আসে

জলের সর্বস্ব থেকে
ঋতুমতী শব্দ খসে যায় …

 

গণিত

সাদাকে আমি বিরক্ত ভাবলাম
আর ছটফটে
খুব রাগী এস্রাজ
পাখি গান হবে না এমন
গেরুয়া কূটনীতির এইসব
নীচু হওয়া সাম্যের গলিতে
ভাষণ থেকে
মুদ্রা খসে সাবেকী
গণিত ফিরছে নোনায় —-

একটু হাড় হাড় খেলা হোক

 

 

শৌভিক দত্ত। কবি ও ব্যাঙ্কার। জন্ম ১ মে ১৯৭৩ খ্রিস্টাব্দ, ভারতের আসামের শিলচরে; বর্তমান নিবাস কলকাতা। বাবার বদলী চাকরির সুত্রে দীর্ঘদিন মেঘালয়ের শিলং-এ বসবাস। পড়াশোনাও সেখানেই। নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক করেছেন। বর্তমানে কলকাতায় ইউনিয়ন ব্যাঙ্কে কর্মরত। লেখালেখির...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ