শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
ট্রেনসুমারী
সম্ভাবনার বাইরে
একটা ডোরাকাটা জানালা
কিছু অযাচিত থাকে
মিশ্র সেই অংশ আমায় আলো পড়ায়
দেখি, ফেনার বাইরে থাকা
পর্বতের বয়স বেড়ে গেছে
বেড়ে গেছে লালচে শহরের শিলান্যাস
পথিক সিগন্যাল
গাঢ় আয় থেকে গড়িয়ে যাওয়া লালা
নদীর যৌতুক আর ট্রেনসুমারী
জানি,
কোমায় থাকা ভাষারা
বস্তুত উজ্জ্বল ও ফ্যাসঁফেসে
অদৃশ্য আন্দোলনে
দেওয়াল টাঙিয়ে রাখা ভোর
আঞ্চলিক অসুখের
সাদাকালো গয়নারা আসে
জলের সর্বস্ব থেকে
ঋতুমতী শব্দ খসে যায় …
গণিত
সাদাকে আমি বিরক্ত ভাবলাম
আর ছটফটে
খুব রাগী এস্রাজ
পাখি গান হবে না এমন
গেরুয়া কূটনীতির এইসব
নীচু হওয়া সাম্যের গলিতে
ভাষণ থেকে
মুদ্রা খসে সাবেকী
গণিত ফিরছে নোনায় —-
একটু হাড় হাড় খেলা হোক
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..