প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ট্রেনসুমারী
সম্ভাবনার বাইরে
একটা ডোরাকাটা জানালা
কিছু অযাচিত থাকে
মিশ্র সেই অংশ আমায় আলো পড়ায়
দেখি, ফেনার বাইরে থাকা
পর্বতের বয়স বেড়ে গেছে
বেড়ে গেছে লালচে শহরের শিলান্যাস
পথিক সিগন্যাল
গাঢ় আয় থেকে গড়িয়ে যাওয়া লালা
নদীর যৌতুক আর ট্রেনসুমারী
জানি,
কোমায় থাকা ভাষারা
বস্তুত উজ্জ্বল ও ফ্যাসঁফেসে
অদৃশ্য আন্দোলনে
দেওয়াল টাঙিয়ে রাখা ভোর
আঞ্চলিক অসুখের
সাদাকালো গয়নারা আসে
জলের সর্বস্ব থেকে
ঋতুমতী শব্দ খসে যায় …
গণিত
সাদাকে আমি বিরক্ত ভাবলাম
আর ছটফটে
খুব রাগী এস্রাজ
পাখি গান হবে না এমন
গেরুয়া কূটনীতির এইসব
নীচু হওয়া সাম্যের গলিতে
ভাষণ থেকে
মুদ্রা খসে সাবেকী
গণিত ফিরছে নোনায় —-
একটু হাড় হাড় খেলা হোক
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..