আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
ট্রেনসুমারী
সম্ভাবনার বাইরে
একটা ডোরাকাটা জানালা
কিছু অযাচিত থাকে
মিশ্র সেই অংশ আমায় আলো পড়ায়
দেখি, ফেনার বাইরে থাকা
পর্বতের বয়স বেড়ে গেছে
বেড়ে গেছে লালচে শহরের শিলান্যাস
পথিক সিগন্যাল
গাঢ় আয় থেকে গড়িয়ে যাওয়া লালা
নদীর যৌতুক আর ট্রেনসুমারী
জানি,
কোমায় থাকা ভাষারা
বস্তুত উজ্জ্বল ও ফ্যাসঁফেসে
অদৃশ্য আন্দোলনে
দেওয়াল টাঙিয়ে রাখা ভোর
আঞ্চলিক অসুখের
সাদাকালো গয়নারা আসে
জলের সর্বস্ব থেকে
ঋতুমতী শব্দ খসে যায় …
গণিত
সাদাকে আমি বিরক্ত ভাবলাম
আর ছটফটে
খুব রাগী এস্রাজ
পাখি গান হবে না এমন
গেরুয়া কূটনীতির এইসব
নীচু হওয়া সাম্যের গলিতে
ভাষণ থেকে
মুদ্রা খসে সাবেকী
গণিত ফিরছে নোনায় —-
একটু হাড় হাড় খেলা হোক
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..