গান

সুদীপ ঘোষাল
কবিতা
Bengali
গান

কবি গো ওওও,আর যত গুণীজন
কি দিয়ে পূজি তোমাদের চরণ
আমি যে অভাগা
জানি না ভজনা
মানুষের মাঝে আছে সে জনা
তাই ফুলে সাজায় তব চরণ
কবি গো
কেমনে ভজিব তোমারে
বসে আছো হৃদ মাঝারে
মানুষে ভজিতে জানে যেজনা
চলে যায় যত যাতনা
বলিতে হয় না মুখে
অন্তর থাকে সুখে
ও গুণীজনা
সবারে জানাই সম্মাননা
গুণীর কদর করে গুণীজনা
আমি যে ভজনা জানি না।
দয়া করে মোরে
দাও বিনয়ভাবে
চোখ থেকেও আমি অন্ধজনা
আমি যে অভাগা
জানি না ভজনা
ও গুণীজনা
দাও মোরে আরও প্রেরণা
তোমাদের মাঝে থাকি এ জগতে
ফেলে দিয়ে সোনা দানা
মরণ কারও মানা শোনে না
বিষয় বুদ্ধি সব ভেসে যাবে
গুণ ছাড়া কিছু রবে না
ও গুণীজনা
করি গো ভজনা
আমি অন্ধজনা
চোখ থাকতেও কানা
আমি মানুষে করি গো ভজনা

সুদীপ ঘোষাল। গল্পকার। জন্ম ভারতের পশ্চিমব্ঙ্গরাজ্যের কেতুগ্রামের পুরুলিয়া গ্রামে। প্রকাশিত বই: 'মিলনের পথে' (উপন্যাস)। এছাড়াও কয়েকটি গল্প ও কবিতার বই আছে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..