প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কবি গো ওওও,আর যত গুণীজন
কি দিয়ে পূজি তোমাদের চরণ
আমি যে অভাগা
জানি না ভজনা
মানুষের মাঝে আছে সে জনা
তাই ফুলে সাজায় তব চরণ
কবি গো
কেমনে ভজিব তোমারে
বসে আছো হৃদ মাঝারে
মানুষে ভজিতে জানে যেজনা
চলে যায় যত যাতনা
বলিতে হয় না মুখে
অন্তর থাকে সুখে
ও গুণীজনা
সবারে জানাই সম্মাননা
গুণীর কদর করে গুণীজনা
আমি যে ভজনা জানি না।
দয়া করে মোরে
দাও বিনয়ভাবে
চোখ থেকেও আমি অন্ধজনা
আমি যে অভাগা
জানি না ভজনা
ও গুণীজনা
দাও মোরে আরও প্রেরণা
তোমাদের মাঝে থাকি এ জগতে
ফেলে দিয়ে সোনা দানা
মরণ কারও মানা শোনে না
বিষয় বুদ্ধি সব ভেসে যাবে
গুণ ছাড়া কিছু রবে না
ও গুণীজনা
করি গো ভজনা
আমি অন্ধজনা
চোখ থাকতেও কানা
আমি মানুষে করি গো ভজনা
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..