গুচ্ছ কবিতা

অদিতি
কবিতা
Bengali
গুচ্ছ কবিতা

কালো হয়ে এলেই কি বলা যায়
ও বুকে বৃষ্টি জমেছে?
এই দেখো!
খোলা উঠোনে কেউ তো ঝরেনি টুপটাপ
শুধু হাওয়ারা ছুঁয়ে ছুঁয়ে দেখে মেঘেদের আনাগোনা
জানালার গ্রিল জুড়ে জং ধরেছে সময়ে…
তা দেখে কি বলা যায় দীর্ঘশ্বাস জমে জমে
ক্ষয় ধরেছে লোহার গায়ে?

ঐ কালো রঙ, ঐ জং রঙ
সেসবে অনুমান মিশে আছে কানায় কানায়
সে রঙে কোনো আকাশ নেই।

২.
রাত জুড়ে আছে, বিঁধে আছে
তবু অস্তিত্বের ঢাল বেয়ে নেমে গেছে কত অকারণ দিন
খোলসের গায়ে লেগে থাকা সরীসৃপ মায়া
ধুয়ে গেছে এইমাত্র বৃষ্টিজলে
কত কী পড়ে আছে… পড়ে থাক
নীল জমে জমে আকাশ গাঢ় হলে আদিমতা জ্বলজ্বল করে
জেগে থাকা শবের মাঝে

৩.
মাথার মধ্যে ঘুরতে থাকা হতাশাগুলো
চোখ হয়ে দেখে নেয়…
ছিটকে গেলেই আকাশ; উড়ে যাওয়া যায়
নিশ্চুপ হতে চেয়ে তাকিয়ে থাকা যায়

আসলে আকাশ, মন, তুমি, আমি
এছাড়া আর কি আছে?
আদৌ কি কিছু থাকতে পারে?

অদিতি। কবি ও বাচিকশিল্পী। অদিতি নামে লেখালিখি করলেও তাঁর পুরো নাম অদিতি রায়চৌধুরী। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের উত্তরবঙ্গের কোচবিহারে। বর্তমান নিবাস কলকাতা। প্রকাশিত বই: 'অনাঘ্রাতা' (কাব্যগ্রন্থ, ২০২১), দোয়াব (কাব্যগ্রন্থ, ২০২২)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..