প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কালো হয়ে এলেই কি বলা যায়
ও বুকে বৃষ্টি জমেছে?
এই দেখো!
খোলা উঠোনে কেউ তো ঝরেনি টুপটাপ
শুধু হাওয়ারা ছুঁয়ে ছুঁয়ে দেখে মেঘেদের আনাগোনা
জানালার গ্রিল জুড়ে জং ধরেছে সময়ে…
তা দেখে কি বলা যায় দীর্ঘশ্বাস জমে জমে
ক্ষয় ধরেছে লোহার গায়ে?
ঐ কালো রঙ, ঐ জং রঙ
সেসবে অনুমান মিশে আছে কানায় কানায়
সে রঙে কোনো আকাশ নেই।
২.
রাত জুড়ে আছে, বিঁধে আছে
তবু অস্তিত্বের ঢাল বেয়ে নেমে গেছে কত অকারণ দিন
খোলসের গায়ে লেগে থাকা সরীসৃপ মায়া
ধুয়ে গেছে এইমাত্র বৃষ্টিজলে
কত কী পড়ে আছে… পড়ে থাক
নীল জমে জমে আকাশ গাঢ় হলে আদিমতা জ্বলজ্বল করে
জেগে থাকা শবের মাঝে
৩.
মাথার মধ্যে ঘুরতে থাকা হতাশাগুলো
চোখ হয়ে দেখে নেয়…
ছিটকে গেলেই আকাশ; উড়ে যাওয়া যায়
নিশ্চুপ হতে চেয়ে তাকিয়ে থাকা যায়
আসলে আকাশ, মন, তুমি, আমি
এছাড়া আর কি আছে?
আদৌ কি কিছু থাকতে পারে?
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..