বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
কালো হয়ে এলেই কি বলা যায়
ও বুকে বৃষ্টি জমেছে?
এই দেখো!
খোলা উঠোনে কেউ তো ঝরেনি টুপটাপ
শুধু হাওয়ারা ছুঁয়ে ছুঁয়ে দেখে মেঘেদের আনাগোনা
জানালার গ্রিল জুড়ে জং ধরেছে সময়ে…
তা দেখে কি বলা যায় দীর্ঘশ্বাস জমে জমে
ক্ষয় ধরেছে লোহার গায়ে?
ঐ কালো রঙ, ঐ জং রঙ
সেসবে অনুমান মিশে আছে কানায় কানায়
সে রঙে কোনো আকাশ নেই।
২.
রাত জুড়ে আছে, বিঁধে আছে
তবু অস্তিত্বের ঢাল বেয়ে নেমে গেছে কত অকারণ দিন
খোলসের গায়ে লেগে থাকা সরীসৃপ মায়া
ধুয়ে গেছে এইমাত্র বৃষ্টিজলে
কত কী পড়ে আছে… পড়ে থাক
নীল জমে জমে আকাশ গাঢ় হলে আদিমতা জ্বলজ্বল করে
জেগে থাকা শবের মাঝে
৩.
মাথার মধ্যে ঘুরতে থাকা হতাশাগুলো
চোখ হয়ে দেখে নেয়…
ছিটকে গেলেই আকাশ; উড়ে যাওয়া যায়
নিশ্চুপ হতে চেয়ে তাকিয়ে থাকা যায়
আসলে আকাশ, মন, তুমি, আমি
এছাড়া আর কি আছে?
আদৌ কি কিছু থাকতে পারে?
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..