গ্রেট মাইগ্রেশান

সুদীপ্ত বিশ্বাস
কবিতা
Bengali
গ্রেট মাইগ্রেশান
এই তো সেদিন যেই গিয়েছি মাসাইমারার জঙ্গলে
হঠাৎ দেখি হাজার পশু আসছে দলে দঙ্গলে!
জেব্রা এবং নানা জাতের বন্য হরিণ, এন্টিলোপ
হন্যে হয়ে ছুটছে তারা পেরিয়ে নদী, কাঁটার ঝোপ।
দলেদলে এত পশু ছুটছে কীসের সন্ধানে?
কেন এত প্রাণপণ ছুট? কারণটা কী কেউ জানে?
সেরেঙ্গাটি-মাসাইমারা পথটাও তো সহজ নয়
সিংহ আছে, কুমির আছে দীর্ঘ পথে ভীষণ ভয়।
ওর্ঠহগগুলো বড্ড ভুলো দেড় মিনিটেই যায় ভুলে
সেই সুযোগে চলার পথে সিংহে তাদের নেয় তুলে।
সবচেয়ে ভয় লুকিয়ে আছে ‘মারা’ নদীর ওই খাতে
কত পশু যাচ্ছে মারা যাওয়ার পথে দিন রাতে।
সাবধানীরা বলবে এদের দারুণ বেশি দুঃসাহস
এরচেয়ে তো অনেক ভালো খাঁচায় থাকা,মানা পোষ।
তবু তারা স্বাধীনচেতা, স্বাধীন ভাবেই ছুটছে রোজ
পেটের দায়ে নরম ঘাস আর সবুজ পাতার করছে খোঁজ।

সুদীপ্ত বিশ্বাস। কবি। জন্ম ১৯৭৮, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের নদিয়া জেলার রানাঘাট। পেশাগতজীবনে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। কবিতা লিখছেন ১৯৯২ সাল থেকে। প্রকাশিত বই: ঝিনুক জীবন, মেঘের মেয়ে, ছড়ার দেশে, পানকৌড়ির ডুব, হৃদি ছুঁয়ে যায়, Oyster Life ইত্যাদি। লেখালিখি ও সরকারি চাকরির...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..