প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
যেভাবে দিন কাটে
যে ভাবে দিন কাটে
এভিন্যু,চৌরাস্তায়,মহল্লায়
তিরিক্ষি ভাবনা ছুঁয়ে
মধ্যবিত্ত প্রত্যাশা
স্মৃতির আঙুল নাচায়
ঘোরলাগা ভীড়
নদীরা বলে
খেয়াঘাট পেরুলে
সবুজের করতলে
স্বপ্নেরা গোল্লাছুট খেলে-
তখন
কৈশোরের আদলে
ধোঁয়া ওড়া চায়ের যৌবন
হিমবাহের মতন
অবিশ্বাসী হাওয়ায় উড়ে
বিস্ময় বা ঘোরলাগা ভীড়ে
পুরাতন আমি
আমি তো চিরদিনই পুরাতন,
রবীন্দ্র সংগীতের মতো ভীষণ
বিষণ্ন বারান্দায় বসে
বিস্ময়ের বিপরীত দিবসে
ফ্যালফ্যাল তাকাই-
মাথার উপর খা-খা আকাশ-
কিছুই নাই
কৈশোর ওড়ানো সেই ঘুড়ি
অদৃশ্য হয়ে গেছে বেমালুম
স্বপ্নের হামাগুড়ি
ভেঙ্গে দিয়েছে প্রত্যাশা-ঘুম
বন্ধুবিহীন
অনিশ্চিত অন্তরঙ্গতায়
কাটে প্রতিদিন
অর্থহীন রহস্যময়তায়–
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..