নাগরিকত্ব
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
ঘ্রাণ
মৃদু ঘ্রাণ ভেসে এলো বুঝি!
পাহাড়ী পথ হারিয়ে গেরস্থ মন
সন্ন্যাস নিতে চায় সেই মায়ায়।
যেভাবে গাছের ক্লান্তি ঝরে পড়ে পাতার মতো,
পথে গড়িয়ে যায় সময়,
তেমনি ব্যস্ততায় থমকে দাঁড়ালো মন বহুদিন পরে;
তাড়া নেই দাবী পূরণের,
নেই অযথা থেকে যাওয়ার আকাঙক্ষা…
আছে শুধু এক অনির্বাণ বোধ,
কবিতার বুকে তোমারই মতো দৃপ্ত সে;
সন্ন্যাসিনী মন জটায় বেঁধেছে অহঙ্কার
আর্শিতে লেগে আছে ক্ষীণ সে ঘ্রাণ।
স্তব্ধতা
সব সংলাপের মৃত্যুর পর মেলে ধরব স্তব্ধতা;
স্পষ্ট হবে ওশের আকাশ
অপরাহ্ন আচ্ছন্ন হবে সূর্যাস্তের মোহে…
ঘুমের অছিলায়
যাবতীয় অসুখ উৎসর্গ করব মহাকালের দর্পে।
শরীর খুঁইয়ে আধেক অস্তিত্ত্ব আয়ু সেঁকবে
পুরনো মলাটের উষ্ণতায়।
হাতে লেখা গুটি কয়েক অক্ষর
ঝাপসা ভাবে বিদ্ধ করবে দৃষ্টি;
আমি তবু মেলে ধরব স্তব্ধতা
সংলাপের শবের মাঝে।
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
তোমায় নিয়ে বাঁচি একদিন আমাদের পৃথিবীটাকে সূর্যসমেত গিলে খাবে একটা কালো বিন্দু সেদিন কি পুরো…..