প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আগুনের বুলি অবিকল আগুন
তোমার মধ্যে
ভিতরে
খোলা
সাদা চাঁদে চিমটি কাটি যত
বিছানার মাঝখান থেকে উড়ে যায় ভিজা রিক্সা
ঘরের ভিতর বয়স্ক চৌরাস্তা…
মেঘে ভেজা ছায়ার রঙ বাতিল করে দিই
বিছানার পায়ে বারান্দার সুখ
তুমি হয়তো চাঁদের ফিজিক্স ভেবে এলোমেলো
ঠাণ্ডা অন্ধকার পাগল করে দিচ্ছে ভিতরের শ্রাবণ।বর্ষণে বর্ষণে ভুল নদীর নীল-নীল শব্দ কিছু না হওয়ার মধ্যে যত মিশে যাচ্ছে তত গুলিয়ে ফেলছি।গুলিয়ে ফেলছি তুমুল সাঁতার!আলো টানতে টানতে মাঝির গান স্বর-ব্যঞ্জনের চাটুতে সমুদ্র খেলে রোজ।তুমি চাইলেও আরও নকল হয় না যা কিছু তোমার আমার ___
ছোকরা চাঁদ যখন খুশি আঙ্গুলে
দেয়াল সরে সরে মামার নীল আলমারি
একগুচ্ছ শুকনো রোদ রোজ বেঁচে থাকা দাবি করলে মামা চাঁদের গন্ধে নৌকো খুলে দেয়।নদীর দিকে ফিরে তাকাতে তাকাতে নৌকো সবুজ হয়ে জলের সাহস।তারপর সেই যে কালো মাঠ মাথার উপরে ___
দু-ক্রোশ দূরে হারিয়ে যাওয়া জলের লাশ
চাঁদ জেগে নেই, তুমিও
. বিকেলটাকে কাছে আনি, দূরে সরাই
. সন্ধ্যা বেড়ে যায় পুরনো আলোর
***
দীয়া নিয়ে কোন গল্প ছিলনা , কল্পনাও
তেলের কাছাকাছি ঝুলছে গত পূর্ণিমার চাঁদ
আপশোস
***
ঘর বাড়ছে
প্রতিদিন
বেঁচে থাকা সূর্যাস্তের ফিরে আসা অন্ধকার মা হচ্ছে না বলেই খসখসে ঘুম
নীল দাগেরা
. ঘর পেরিয়ে যাচ্ছে
. একা-
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..