আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
কোনো কোনো গাছ এরকম হয়
ডালে ডালে ঝুলে থাকে
অজস্র সুতোয় বাঁধা মানতের ঢিল
তবু তার ভোকাট্টা ঘুড়ির প্রতি লোভ!
২
নদীর নির্জন চরে
বেঁধে রাখা নৌকা আর ভিজে বালির মধ্যে
অনেক গল্প হয়
নদীর প্রশ্রয়ে তারা শীতকালে উপন্যাস লেখে
৩
ঘরের ভিতরে থাকি,
মনের ভিতরে কার ঘর কিছু জানি?
ঝড়ে উড়ে যাওয়া বাবুই পাখির বাসা হাতে পেলে
ঘর ভাঙার দুঃখ নয়, শিল্পকর্ম নিয়ে চর্চা করি।
৪
কিছু ইচ্ছে মরে যায়
যেমন অশুদ্ধ উত্তাপে মরে ঘাস
অথচ অনেকে জানে
কোন ফুল কোথায় ফুটছে বারমাস।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..