স্মৃতির আঙিনায়
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
কোনো কোনো গাছ এরকম হয়
ডালে ডালে ঝুলে থাকে
অজস্র সুতোয় বাঁধা মানতের ঢিল
তবু তার ভোকাট্টা ঘুড়ির প্রতি লোভ!
২
নদীর নির্জন চরে
বেঁধে রাখা নৌকা আর ভিজে বালির মধ্যে
অনেক গল্প হয়
নদীর প্রশ্রয়ে তারা শীতকালে উপন্যাস লেখে
৩
ঘরের ভিতরে থাকি,
মনের ভিতরে কার ঘর কিছু জানি?
ঝড়ে উড়ে যাওয়া বাবুই পাখির বাসা হাতে পেলে
ঘর ভাঙার দুঃখ নয়, শিল্পকর্ম নিয়ে চর্চা করি।
৪
কিছু ইচ্ছে মরে যায়
যেমন অশুদ্ধ উত্তাপে মরে ঘাস
অথচ অনেকে জানে
কোন ফুল কোথায় ফুটছে বারমাস।
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
দেখা হলে হবে দেখা হলে হবে নাহলে কি মনখারাপ হবে? আগের মতো? অপেক্ষাও মেঘ হত…..
পাষাণের প্রেম বিকট নিঃশব্দে নিপুণ সীমানা প্রাচীর তুলেছ বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনা গতিরোধ করো…..
মানা চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি নির্জনতায় ব্যাপ্ত করিডোর ছাদ জানত সঠিক পরিমিতি রাত জানত কখন…..