শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
কোনো কোনো গাছ এরকম হয়
ডালে ডালে ঝুলে থাকে
অজস্র সুতোয় বাঁধা মানতের ঢিল
তবু তার ভোকাট্টা ঘুড়ির প্রতি লোভ!
২
নদীর নির্জন চরে
বেঁধে রাখা নৌকা আর ভিজে বালির মধ্যে
অনেক গল্প হয়
নদীর প্রশ্রয়ে তারা শীতকালে উপন্যাস লেখে
৩
ঘরের ভিতরে থাকি,
মনের ভিতরে কার ঘর কিছু জানি?
ঝড়ে উড়ে যাওয়া বাবুই পাখির বাসা হাতে পেলে
ঘর ভাঙার দুঃখ নয়, শিল্পকর্ম নিয়ে চর্চা করি।
৪
কিছু ইচ্ছে মরে যায়
যেমন অশুদ্ধ উত্তাপে মরে ঘাস
অথচ অনেকে জানে
কোন ফুল কোথায় ফুটছে বারমাস।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..