প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কোনো কোনো গাছ এরকম হয়
ডালে ডালে ঝুলে থাকে
অজস্র সুতোয় বাঁধা মানতের ঢিল
তবু তার ভোকাট্টা ঘুড়ির প্রতি লোভ!
২
নদীর নির্জন চরে
বেঁধে রাখা নৌকা আর ভিজে বালির মধ্যে
অনেক গল্প হয়
নদীর প্রশ্রয়ে তারা শীতকালে উপন্যাস লেখে
৩
ঘরের ভিতরে থাকি,
মনের ভিতরে কার ঘর কিছু জানি?
ঝড়ে উড়ে যাওয়া বাবুই পাখির বাসা হাতে পেলে
ঘর ভাঙার দুঃখ নয়, শিল্পকর্ম নিয়ে চর্চা করি।
৪
কিছু ইচ্ছে মরে যায়
যেমন অশুদ্ধ উত্তাপে মরে ঘাস
অথচ অনেকে জানে
কোন ফুল কোথায় ফুটছে বারমাস।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..