চারটি কবিতা

তারাশংকর বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
চারটি কবিতা

কোনো কোনো গাছ এরকম হয়
ডালে ডালে ঝুলে থাকে
অজস্র সুতোয় বাঁধা মানতের ঢিল
তবু তার ভোকাট্টা ঘুড়ির প্রতি লোভ!


নদীর নির্জন চরে
বেঁধে রাখা নৌকা আর ভিজে বালির মধ্যে
অনেক গল্প হয়
নদীর প্রশ্রয়ে তারা শীতকালে উপন্যাস লেখে


ঘরের ভিতরে থাকি,
মনের ভিতরে কার ঘর কিছু জানি?
ঝড়ে উড়ে যাওয়া বাবুই পাখির বাসা হাতে পেলে
ঘর ভাঙার দুঃখ নয়, শিল্পকর্ম নিয়ে চর্চা করি।


কিছু ইচ্ছে মরে যায়
যেমন অশুদ্ধ উত্তাপে মরে ঘাস
অথচ অনেকে জানে
কোন ফুল কোথায় ফুটছে বারমাস।

তারাশংকর বন্দ্যোপাধ্যায়। কবি ও গদ্যকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের বাঁকুড়া জেলায়। এবং কর্মসূত্রে কলকাতায় বসবাস। বর্তমানে অবসরপ্রাপ্ত। লেখালেখি শুরু সত্তরের দশক থেকে। প্রকাশিত বই: ‘মার্কিন মুলুকে, মফস্বলে’(২০২০)। যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘রক্তাক্ত চন্দনের বনে’(১৯৭৭) এবং ‘সপ্তর্ষির আলো’(২০১৫)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ