চিত্রকলার পাঠ

কুহেলিকা সিংহ
চিত্রকলা
Bengali
চিত্রকলার পাঠ

কুহেলিকা সিংহ, মাধ্যমিক শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা তাঁর শখ। ছবি আঁকার জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তাঁর। মফস্বলে সে সুযোগও নেই। অংশুমালীতে প্রকাশের জন্য তাঁর আঁকা কিছু ছবি তিনি পাঠিয়েছেন। ছবিগুলো মোবাইল ক্যামেরায় ধারণ করার কারণে হয়তো কিছুটা ঝাপসা হলেও হতে পারে। কিন্তু ছবি আঁকার গুণে চিত্রের আবেদন স্পষ্ট বোঝা যায়। কুহেলিকাকে তাঁর শিল্পকর্মের প্রতি ভালোবাসা ও অধ্যাবসায়কে উৎসাহ দেয়ার জন্য অংশুমালীর এই আয়োজন। চিত্রগুলো আঁকার ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন পেন্সিল কালার, পেন্সিল, পোস্টার কালার, ওয়াটার কালার এবং ওয়েল পোস্টার কালার।

দিদিভাই
পোর্ট্রেইট: বড়দি

 

 

 

কুহেলিকা সিংহ। জন্ম বাংলাদেশে। মাধ্যমিক শিক্ষার্থী।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ