আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে
থেমে যাবে আমার কাব্যময়তা
অথচ আমি প্রামান্য দলিলের নই বিরোধী
হোক তা সর্বাত্মক,ঘরের ছাউনি
কিংবা এক কোণে, ধুলিকাকারে উড়ে আসা তুষারঝড়ে,
আমার দৃষ্টি অন্ধ হোক
তবে এভাবেই মুগ্ধতা গ্রাস করুক।
* রবার্ট ফ্রস্ট এর ‘ডাস্ট ইন দ্য আইস’ এর অনুবাদ।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
ভালোবাসলে অসীম শূন্য হতে হয় জীবনের জলসাঘরে শ্যাম্পেইনের মতো ভেতটা উগরে দিয়ে নিঃস্ব হতে হয়।…..