প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দেখার বাহিরে
দেখা ও দেখার বাহিরে।কতটুকু চেনাজানা হয়?হাতবদল হয়?মালাবদলের গান বাজে সানাইয়ে?
প্রাগৈতিহাসিক এক নীড়ে কবিতার জন্ম হয়। শব্দের ডিম ফুটে গিয়ে ।
পাঁজাকোলা করে কন্যে নিয়ে আসা হয় কাগজের অলৌকিক উঠোনে। পানপাতার আড়ালে সবিনয় নিবেদন হয়?
দ্রোহ
হাট যেদিকে আছে।হদ্দও সেদিকে চলে যায় দুই পা। চোখ। হাত।
ইট ও পাটকেল।
স্ববিরোধিতার মতো মনে হয় ভাঙা আলো। কন্ঠস্বর।অবকাশে সাজানো প্রহর।গ্রামের আগুন দিয়ে জ্বলে ওঠে নিষিদ্ধ শহর।তার ঝাড়বাতি।দ্রোহ।
একদা হরফ এসে
একদা হরফ এসে মিথ্যে কথা বলে।হরফের চেনা। মিথ ও সবুজ বাগানের মিথস্ক্রিয়া।
বয়সের জল মন্থর বসে আছে শহরের পিঠে।
কালপ্রিট আদমশুমারী।
তোমার গতর কি চেনে?
বস্তা বস্তা মাল খালাস হয়।শহর পাচার হয়।তখনও হয়তো দ্যাখো প্রিয় কফিমাগে ফোটেনি বেহেশতি নহর।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..