যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
ছড়িয়ে ছিটিয়ে আছে
ভাঙা দ্বিপ্রহর কিছু
ঋতুতে ঋতুতে।
জলতলে লুকোনো চুম্বক টানে
আগাছায় ফুটে থাকা হলদে ছোপানো ফুল
টেনে নিয়ে যায় ।জলের ফড়িং বলে আয়,
জলের ভেতরে আয়,রোদের দরজায় ।
রোদ্দুরে মেঘ লেগে আছে ।মেঘের ভেতরে
ঘন হয়েছে পরাগ।দুপুরের আধো কথা
স্তব্ধতা চিনে চিনে পাথর হয়েছে।
সেখানে দাঁড়ালে একা , ক্ষতস্থানে টান লাগে।
রক্ত গড়ায় ।এমন তো হল কতবার ।
জানতে ইচ্ছে করে, ভাঙা কাঁচে হাত কাটে
কোন কোন ঋতুতে তোমার ?
ছাতিম
একটি আক্ষেপ হয়ে মাটি ফুঁড়ে জেগে ওঠে ছাতিমের গাছ।
ফুটে ওঠে ছাতিমের ফুল।
গাঢ় গন্ধে বিহ্বল বাতাসের ভাঁজ
আহত আমূল।
যেসব হাতের থেকে ছেড়ে যাচ্ছে হাত
যেসব শ্বাসের থেকে সরে যাচ্ছে শ্বাস
তারা চেনে হেমন্তের হিমেল বাতাস।
বাড়ি
বারান্দাটা অল্প অল্প কাঁদছিল
বৃষ্টিধারা রেলিংগুলো নিংড়ে যখন নামছিল
বারান্দাটা একলা একলা কাঁদছিল।
রান্নাঘরের মাছ রান্নার সাধ ছিল।
তেল হলুদ আর সর্ষে বাটায় সাজছিল,
আবোল তাবোল বৃষ্টি সকল বাজছিল।
বসার ঘর তো লজ্জা লজ্জা লাল চেলি
সরিয়ে একটু জানলায় চোখ রাখছিল
পথ ঘাট সব ঝাপসা ঝাপসা লাগছিল।
খাওয়ার ঘরটা আসন টাসন পাতছিল,
বাসন কোসন আপন মনেই হাসছিল
গেলাস টেলাস জলতরঙ্গে ভাসছিল।
শোয়ার ঘরের খাটবিছানা অন্ধকার
দরজা খোলা তবুও কেমন বন্ধ দ্বার
বৃষ্টি শুধু জানলা দিয়ে ছুঁচ্ছে তার
অনেক দিনের জমিয়ে রাখা মনের ভার।
রাস্তা জুড়ে বিন্দু বিন্দু মনকেমন
গড়িয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে দিন যেমন,
ভিজতে ভিজতে শক্ত হচ্ছে ঘরের কোণ
বারান্দাটা কাঁদছে না আর ঠিক তেমন
মন কেমনের গল্প
অল্প অল্প মনকেমন করলে সজনে গাছে
এসে বসবে পাখিটা, যার পালকগুলো
হলদে আর কালো। আরো একটু মনকেমন
করলে ইলেকট্রিকের তারে এসে বসে যাবে
ছোট ফিঙে পাখি, লম্বা লেজটি যার ফিতের মতন;
সূর্য ডোবার মুখে একান্তে ,একাকী।
সামনের উঁচু গাছটার পাতার আড়ালে
জ্বলবে জোনাকি, যার সংখ্যা গোনাই যাবে না।
মনকেমন আরো গাঢ় হলে ভিজে দিনে
উঠোন পেরিয়ে যেতে হবে সেই ঘরে , চলে গেলে
যে ঘরে আসনখানি একা হয়ে পড়ে
উঠোন ,বারান্দার মনকেমন করে।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..