হাল
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
উপহার ঘুরে আসা বরফ
ঝিমজলে শীত ফুটলে
তুমি চোখের কথা বলো
আলতায় কোনও ডাকনাম
কোনও নামটিকিট
ডিমভর্তি গড়িয়ে যাচ্ছে চৌমাথায়…।
লাজবাব আছে আঙুলের
রাতহেঁশেলে বাতাস জাগার স্বাদ
ঘুমের সোজাসুজি
কোনও ঢেউদালান
তোমার ঘরে এসময়
কোনও মেঘ
কোনও অতর্কিত…।
ঝিনুক বোতাম
তোমার পায়ের কাছে
চাইলেই
মেঘ চলে আসে
না চাইলে
কথারা …।
গাছের কান্নার সময়
জলে কোনও নাম
ছিল না
পাখীদের বয়স বাড়তে নেই
শুধু ঘুম
ফাঁপা দোয়াতের বালিতে
মন্দিরে
কষ্ট কষ্ট স্বাদ লেগে থাকে…।।
সাদা অংশে
লবণ ডোবার দাগ
সব কিছু কাল্পনিক
গুহা ও গণিতে …
সময় নিভলে
চিঠির ভাষার মতো তারা
জাহাজ ফেরার সময়
এখন নয়
আংশিক
এখানে নদী শেষ হয়েছিল …।।
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..