প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
উপহার ঘুরে আসা বরফ
ঝিমজলে শীত ফুটলে
তুমি চোখের কথা বলো
আলতায় কোনও ডাকনাম
কোনও নামটিকিট
ডিমভর্তি গড়িয়ে যাচ্ছে চৌমাথায়…।
লাজবাব আছে আঙুলের
রাতহেঁশেলে বাতাস জাগার স্বাদ
ঘুমের সোজাসুজি
কোনও ঢেউদালান
তোমার ঘরে এসময়
কোনও মেঘ
কোনও অতর্কিত…।
ঝিনুক বোতাম
তোমার পায়ের কাছে
চাইলেই
মেঘ চলে আসে
না চাইলে
কথারা …।
গাছের কান্নার সময়
জলে কোনও নাম
ছিল না
পাখীদের বয়স বাড়তে নেই
শুধু ঘুম
ফাঁপা দোয়াতের বালিতে
মন্দিরে
কষ্ট কষ্ট স্বাদ লেগে থাকে…।।
সাদা অংশে
লবণ ডোবার দাগ
সব কিছু কাল্পনিক
গুহা ও গণিতে …
সময় নিভলে
চিঠির ভাষার মতো তারা
জাহাজ ফেরার সময়
এখন নয়
আংশিক
এখানে নদী শেষ হয়েছিল …।।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..