প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আজকে তোমার জন্মদিনে বইছে আনন্দধারা
ভুলে যেও সব দুঃখকষ্ট না ছোঁয়া ঝর্ণাধারা
পীচঢালা পথে হেঁটেছি দুজন বলেছি কত কথা
জন্মদিনে তোমার প্রতি রইলো ভালোবাসা।
এখনো যখন হাঁটি একাকি টিএসসির রোড ধরে
তুমি ও যেনো হাঁটছো পাশে খলখল কথা বলে
হাঁটছি হাসছি বলেছি কথা যেতে ১৫ নং গলি
জন্মদিনে বলছি শোনো অনেক ভালোবাসি।
লালবাগ ফোর্ট- আহসান মন্ঞ্জিল- রমনা কালিবাড়ি
তোমার আমার টানটান প্রেমের হয়েছিল হাতেখড়ি
এখনো সে প্রেম অঁটুট আছে বুকে রয়েছেে আশা
জন্মদিনে তোমার প্রতি রইলো ভালোবাসা।
ধানমন্ডি লেক শহীদ মিনার একুশে বইমেলা
সবখানে ছিলো তোমার আমার সরব আনাগোনা
উথাঁল পাথাল সেইসব দিনের কত স্বপ্ন গাঁথা
জন্মদিনে তোমায় দিলাম সেইসব স্মৃতিকথা।
লাইব্রেরির ওই লাল সিঁড়ি আর চারুকলার ছাদে
তোমার আমার আঁকুলি বিকুলি ইতিহাস হয়ে আছে
বন্ধুত্বের সেই মহৎ পরশ অনুভব করি সদা
জন্মদিনে তোমায় জানাই অকুন্ঠ ভালোবাসা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..