জন্মদিনে ভালোবাসা

শেখর বালা
কবিতা
Bengali
জন্মদিনে ভালোবাসা

আজকে তোমার জন্মদিনে বইছে আনন্দধারা
ভুলে যেও সব দুঃখকষ্ট না ছোঁয়া ঝর্ণাধারা
পীচঢালা পথে হেঁটেছি দুজন বলেছি কত কথা
জন্মদিনে তোমার প্রতি রইলো ভালোবাসা।

এখনো যখন হাঁটি একাকি টিএসসির রোড ধরে
তুমি ও যেনো হাঁটছো পাশে খলখল কথা বলে
হাঁটছি হাসছি বলেছি কথা যেতে ১৫ নং গলি
জন্মদিনে বলছি শোনো অনেক ভালোবাসি।

লালবাগ ফোর্ট- আহসান মন্ঞ্জিল- রমনা কালিবাড়ি
তোমার আমার টানটান প্রেমের হয়েছিল হাতেখড়ি
এখনো সে প্রেম অঁটুট আছে বুকে রয়েছেে আশা
জন্মদিনে তোমার প্রতি রইলো ভালোবাসা।

ধানমন্ডি লেক শহীদ মিনার একুশে বইমেলা
সবখানে ছিলো তোমার আমার সরব আনাগোনা
উথাঁল পাথাল সেইসব দিনের কত স্বপ্ন গাঁথা
জন্মদিনে তোমায় দিলাম সেইসব স্মৃতিকথা।

লাইব্রেরির ওই লাল সিঁড়ি আর চারুকলার ছাদে
তোমার আমার আঁকুলি বিকুলি ইতিহাস হয়ে আছে
বন্ধুত্বের সেই মহৎ পরশ অনুভব করি সদা
জন্মদিনে তোমায় জানাই অকুন্ঠ ভালোবাসা।

শেখর বালা। কবি। জন্ম, ১৫ জানুয়ারি ১৯৮৫, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ; বাংলাদেশ।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..