পারস্পরিক 

অনুশ্রী তরফদার
কবিতা
Bengali
পারস্পরিক 
কায়া
ছেড়ে যাওয়া দিন অবসরে- ভার তুলে দিয়ে রাত্রির কাছে,
নতুন গল্পের শুরু বা পুরোনো গল্পকে টাঙিয়ে দেয় সামনে, নদীর উপরে ষোড়শী চাঁদ শৃঙ্গার সারে কিংবা অন‍্য ষোড়শীর স্বপ্ন তছনছের সাক্ষী থাকে!
অচেনা
দু-জোড়া পা জলের নীচে আলাপচারিতায়, এক-জোড়া মিছিলের দগদগে ক্ষতে নিরাময় নেয়, বাকি জোড়া ডান-বামে ভ্রম-
জুতোর কারখানা ঘুরে ঘুরে না-বোঝা মাপে নগ্ন, উত্তর-দক্ষিণ চিনলেই কি সব পথ সমতল!
বাজী
স্রোত টেনে নিতে চায় সঙ্গী করে, এলোপাথাড়ি বাঁক পেরোতে পেরোতে-
ব‍্যাথা জমে জমে উপন‍্যাস,
ছিন্ন-বিচ্ছিন্ন মন চোরাস্রোতে চিৎ- সাঁতারের সব‍্যসাচী। জলপথেই পথের দাবীর বাজী রেখে একবার দেখতে চায় টারবাইনের শক্তি।
বাঁধন 
বাঁধা পড়তে পড়তে জল- আত্মসমর্পণে বাধ‍্য উন্মত্ত কিশোরী,
ক্ষোভে দুঃখে নিজেকে আটক রাখে লক্ষণরেখার আড়ালে, বইবার শক্তি প্রযুক্তির রসায়নে প্রতিবন্ধী, বিবর্তনের ইতিহাস অনুশাসনে কি বাঁধা পড়ে!
যৌবন তো জীবনের বিজ্ঞান।

অনুশ্রী তরফদার। কবি ও সম্পাদক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের শিলিগুড়ি। দ্রোহকাল নামক ছোট কাগজ সম্পাদনা করেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..