জলছবি

অনুশ্রী তরফদার
কবিতা
Bengali
জলছবি
ত‍্যাজ‍্য গয়না
শহরটা হঠাৎ-ই সমুদ্রমতো
একটা মেজো নদী তিনটা অণুনদী বা নালা-
সমুদ্রে মিলে গেল,
মোহনার খোঁজ কেউ রাখেনি,
কোথায়?
সমুদ্রে মানবিক গয়না,
নদী ত‍্যাজ‍্য গয়না বয়ে আনেনি,
সমুদ্রের বুকে গয়নার আড়ত পেলো।
ভেজা স্বপ্ন
একটা যুবতী স্বপ্ন নিউমোনিয়ার রুগী,
ডালপালা মেলে বাতাসকে আলিঙ্গন করে অম্ল রঙিন ছবি,
নিজস্বী নেয়ার তালগোলে ময়ানছাড়া
ডাকাত বিদ‍্যুৎ হারে-রেরে-রেরে বলতেই-
স্বপ্ন ভিজলো এক কোমর জলে।
পাপড় নথি
সকালের রোদে চালের উপরে-
পাপড় হচ্ছে গতকালের ত‍্যানা নথি,
লোহার তোরঙ্গ অপরাধী টুলের উপরে বিবস্ত্র,
বিশ্বাস আর ভরসার দায়িত্ব নিয়েও ডাহা ফেল
কারখানায় জন্ম, এখানে যৌবন থেকে বার্ধক‍্য,
মেঘও যে সমুদ্র হয়!
চক্রব‍্যূহে প্রবেশেই শিক্ষালাভ।
বেপরোয়া 
এতটা ঔদ্ধত‍্য লুকিয়ে রাখা ছিল,
শহরের কৃষ্টিতেই সময়- অসময় ও আষাঢ়ের বৃষ্টি,
দেমাগী জনপদ!
লাগামহীন একবগ্গা অশ্বদৌড়ের সহিস,
মন থেকে জীবন বাজির উপরেও বাজি,
সব বাজি রসাতলে,
শহুরে আদব সাঁতরায় বেনোজলে।

অনুশ্রী তরফদার। কবি ও সম্পাদক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের শিলিগুড়ি। দ্রোহকাল নামক ছোট কাগজ সম্পাদনা করেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..