প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
জানি তো ফারাক নেই
জানি তো ফারাক নেই,
বৃষ্টির জল ক্যামোফ্লেজ ধুয়ে না দিলেও জানি
তাই তো অপেক্ষা নয়, প্রতীক্ষায় থাকি
অপেক্ষা মানে নিরর্থক প্রার্থনা
প্রতীক্ষায় দেবীও মানুষ হয়ে ওঠে
তুমি স্পষ্ট করার আগেই জানি
রেখে দেয়া কবিতাখানির মতো স্পষ্ট
বোধ আর বিস্ময়ের গুরুত্ব থেকেও জানা যায়
মূলত সে ফারাকটা কোথায় ছিলো
জানি তো, পরিষ্কার করেই জানা আছে
আপাতত ক্যামোফ্লেজ থাক
তুমি সুস্থ হয়ে ওঠো মন ও মননে
বয়কাট চুল ঘাড় ছাড়িয়ে পিঠে নামুক
ক্লান্ত ঠোঁট চুমুর যোগ্য হয়ে উঠুক
অতঃপর বৃষ্টির জল ও মধ্যরাত ফিরুক শীৎকারে
আমার বেড়ালটা
আমার বেড়ালটা মারা যাচ্ছে
ওর প্রায় স্থির হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে আমি
নিজেকে দেখছি, দৃশ্যমান শূন্যতায়
ওষুধ কাজ করছে না, সাথে আমার মস্তিষ্ক
কোথায় যেন একটা পেরেক বিঁধে আছে
কোথায় যেন একটা সুতীক্ষ্ণ ব্যথা
তোমার চলে যাওয়ার আগেও এমন হয়েছিলো
তোমার চোখও ছিলো শূন্য, সাদা ক্যানভাস
সব ছবি মুছে গিয়েছিলো
আমার বেড়ালটা মারা যাচ্ছে
আমি মৃত্যুর মুখোমুখি বসে স্মরণ করছি
ক্রমেই ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি আর বিস্মৃতির শূন্যতা
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..