জিভের নিষিদ্ধ নিষেধ

অভিজিৎ দাসকর্মকার
কবিতা
Bengali
জিভের নিষিদ্ধ নিষেধ

হেব্বি ঢং করে দাঁড়িয়ে আছে বয়স

ও-ই একদিন
আমার লেখা অক্ষর — বর্ণ — বাক্য _ নেই ( বা) থাকবেই

সংলাপে
প্রলাপ কিংবা অসংলগ্ন টকেটিভনেশ
যাইহোক
——— টেড়া হ্যায় পার মেরা হ্যায়

মনখারাপের বীজগণিতে, অথবা
সমান্তরাল [ভুমি—লম্ব— ত্রিকোণমিতি ছায়া]
tan এর উপরে Cos আর উলটোদিকে cot, ক্রমশ
ফেঁপড়ো কো অঔর কমজোর কর রাহা হ্যায়,আর
দূরের দিকে হেব্বি ঢং করে দাঁড়িয়ে আছে বয়স,তার পাশ দিয়ে ইনিয়েবিনিয়ে চলেছে অঘ্রাণ সংক্রান্তির সরলরেখা____

অ্যালার্জি ঝাঁপিয়ে পড়ছে

বহুরৈখিকতা-তো দখল হয়েছে স্নো-পাউডারের বিধর্মী আওতায় ,তারপর আবার
অ্যাকোরিয়াম থেকে জলবাহিত অ্যালার্জি ঝাঁপিয়ে পড়ছে প্রোকলের বাইরে,এখন
আমরা ঘামকে নদী ভাবি,আর নদীকে দয়ালু ট্রামের দুলুনি

অক্লান্ত ঘুমের মধ্যে নাক গলিয়ে নিজেকে ভন্ডুল হতে দেখা যাচ্ছে,আর
একদিস্তা সাদা জীবনের যাবতীয় বিমা, প্রস্রাবাগার থেকে বেরিয়ে সোজাসুজি প্যান্টে হাত মোছে,কেননা চোখে গরমিল ;
তাই আবেগের ফাঁক দিয়ে গলে যাওয়া যায় আপনাদের সিলেবাসে___

 

জিভের নিষিদ্ধ নিষেধ

জিভের নিষিদ্ধ নিষেধ
বাক্যপাড়ার লাল-লাইটটি-কে দ্যাখা চলবে না। ক্লিন সেভড্ গাল। আর আমি,

অক্লান্ত অথচ মনযোগ দিয়ে নতুন মাসের সংসার খরচ।
মরসুমি লোনের ই. এম. আই। সংগ্রহ। সঞ্চয়।

রাত হলেই ভাবনার উপর স্তবকের সহমর্দন
তারপর!
ঠিক নয় বলে কাগজটিকে ডিলিট করা, এবং
রেকর্ডিং, চ্যাটস, যদিও
বুঝবে না কেউ বুঝবে না, ১টি ছায়াছবির গান…
আর
সব প্রাচীরের বাইরে গজিয়ে ওঠা মাটি আগলানো আগাছা।

অভিজিৎ দাসকর্মকার। কবি। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের বাঁকুড়ায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..